Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Rath Yatra

Rath Yatra 2022: ইস্কনের রথ টেনে সংহতির বার্তা নুসরত জাহানের, সঙ্গী বিধায়ক সোহম চক্রবর্তী

ধর্মের ভেদ মুছে রথের রশিতে টান নুসরত জাহানের। গেরুয়া সালোয়ার-কামিজে সেজে এ দিন ফুল ছড়াতে দেখা যায় তাঁকে।

শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে।

শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে। ছবি: পিটিআই

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০১ জুলাই ২০২২ ১৮:১৭
Share: Save:

তিনি ধর্মীয় ভেদাভেদ মানেন না, আবারও বার্তা দিলেন নুসরত জাহান। শুক্রবার রথযাত্রায় বালিগঞ্জ ইস্কন মন্দিরের রথ টানতে দেখা গেল তাঁকে। দেশজুড়ে যখন ধর্মীয় ভেদে উত্তপ্ত পরিবেশ তখনই আবারও সর্বধর্মসমন্বয়ের নজির গড়লেন সাংসদ-তারকা। এ দিন তাঁর সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে শাসকদলের বিধায়ক-অভিনেতা-প্রযোজক সোহম চক্রবর্তীকেও।

পেলব গেরুয়া রঙের সালোয়ার-কামিজে নিজেকে সাজিয়েছেন নায়িকা। রথ টানার পাশাপাশি ফুল ছড়াতেও দেখা গিয়েছে তাঁকে। সোহমের পরনে সাদা পাজামা-পাঞ্জাবি। তিনি গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করেছেন দেবতার চলার পথ। জগন্নাথদেবের রথযাত্রায় নামসংকীর্তনে যোগ দিয়েছেন সংস্থার সাধকেরা। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও রথ টানতে দেখা গিয়েছে তাঁকে।

নুসরতের সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকেও।

নুসরতের সঙ্গে রথ টানতে দেখা গিয়েছে সোহম চক্রবর্তীকেও। ছবি: পিটিআই

বরাবর হিন্দু ধর্মের যাবতীয় অনুষ্ঠানে সক্রিয় নুসরত। অষ্টমীর অঞ্জলি, ঢাক বাজানো, দশমীর সিঁদুর খেলা এবং রথযাত্রায় রথ চালানো, সবেতেই অংশ নিয়েছেন। তাঁর এই আচরণ বিতর্কের জন্ম দিয়েছে। তবু দমেননি নুসরত। অভিনেত্রী বর্তমানে যশ দাশগুপ্তের ঘরনি। হিন্দুদের সমস্ত অনুষ্ঠান তাই আগের মতোই পালন করছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rath Yatra Nusrat Jahan Soham Chakraborty
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE