Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৮ জানুয়ারি ২০২২ ই-পেপার

অক্ষয়ের দেশপ্রেমে মঙ্গল তুঙ্গে

বৃহস্পতিবার ‘মিশন মঙ্গল’ ছবির ট্রেলার লঞ্চ হল। মুখ্য ভূমিকায় অক্ষয়।

১৯ জুলাই ২০১৯ ০০:২১
অক্ষয় কুমার।

অক্ষয় কুমার।

তাঁর কেরিয়ার গ্রাফে এখন শুধুই মঙ্গলের দশা। দেশপ্রেমের ধ্বজা উড়িয়ে বক্স অফিসে একের পর এক হিট হাঁকাচ্ছেন অক্ষয়কুমার। পাশাপাশি বর্তমান শাসকদলের ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর হয়ে উঠছেন বলিউডের কুমার। তাবড় খানেদের ছবিও যখন মুখ থুবড়ে পড়ছে, তখন আর্থ-সামাজিক মোড়কে দেশপ্রেমের উষ্ণ বার্তা গুঁজে দিয়ে বাজিমাত করছেন অভিনেতা। যদিও এ বছর লোকসভা নির্বাচনের সময়ে অক্ষয়ের কানাডার নাগরিকত্ব নিয়ে কম জলঘোলা হয়নি। তবু তাঁর মঙ্গলময় জয়যাত্রা অব্যাহত।

বৃহস্পতিবার ‘মিশন মঙ্গল’ ছবির ট্রেলার লঞ্চ হল। মুখ্য ভূমিকায় অক্ষয়। সঙ্গে পাঁচ বলিষ্ঠ অভিনেত্রীর বাহিনী— বিদ্যা বালন, তাপসী পান্নু, কীর্তি কুলহারি, নিত্যা মেনন এবং সোনাক্ষী সিংহ। নারীবাহিনীর উপস্থিতি বুঝিয়ে দিচ্ছে, ছবিতে নারী ক্ষমতায়নেরও বার্তা দেওয়া হবে। যার কৃতিত্ব অনেকটাই বর্তাবে অক্ষয়ের উপরে। ট্রেলার থেকে আরও একটি বিষয় স্পষ্ট, অক্ষয়ের আগের ছবিগুলোর মতো এই ছবিতেও ভারতের মঙ্গল অভিযানের মতো সাফল্যকে ঘরোয়া ভাবে উপস্থাপন করা হবে। যাতে দেশের তৃণমূলস্তরের কাছেও এই ছবি পৌঁছতে পারে। তবে সকলের কাছে গ্রহণযোগ্য করে তুলতে বলিউডের পাঁচমিশালি মশলার পরিমাণ যেন ছবিতে বেড়ে না যায়, তেমনটাই প্রার্থনা করছেন দর্শক।

Advertisement

আরও পড়ুন

Advertisement