Advertisement
E-Paper

আমি ‘বন্ড ভিলেন’ হব, এটাই আমার অ্যাম্বিশন

অস্কার জয়ী অভিনেতারা যোগ দিচ্ছেন বন্ড ছবিতে। তাও আবার ভিলেনের ভূমিকায়। কেন? লিখছেন অরিজিৎ চক্রবর্তী।‘‘সিনেমায় কোনও চরিত্রে অভিনয় করতে দিলে, বলব, আমাকে যেন বন্ড ভিলেনের রোলটা দেওয়া হয়।’’ বক্তার নাম স্টিফেন উইলিয়াম হকিং। হ্যাঁ, থিওরিটিক্যাল ফিজিসিস্ট, ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’‌য়ের লেখক হকিং।

শেষ আপডেট: ০৯ জুন ২০১৫ ০০:০০
বন্ড সুন্দরী: ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে এভা গ্রিন

বন্ড সুন্দরী: ‘ক্যাসিনো রয়্যাল’ ছবিতে এভা গ্রিন

‘‘সিনেমায় কোনও চরিত্রে অভিনয় করতে দিলে, বলব, আমাকে যেন বন্ড ভিলেনের রোলটা দেওয়া হয়।’’

বক্তার নাম স্টিফেন উইলিয়াম হকিং। হ্যাঁ, থিওরিটিক্যাল ফিজিসিস্ট, ‘আ ব্রিফ হিস্ট্রি অব টাইম’‌য়ের লেখক হকিং।

নামটা পড়ে চমকে গেলেন?

‘বন্ড ভিলেন’ শুনে যদি আপনার এখনও ইলেক্ট্রা কিং বা জ-র কথা মনে হয়, তবে আপনার খটকা লাগতেই পারে। কিন্তু শেষ কয়েক বছরে ছবিটা সম্পূর্ণ পাল্টে গিয়েছে। কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পাওয়া অভিনেতা থেকে দু’-দু’বার অস্কার জয়ী মুখিয়ে থাকেন বন্ডের খলনায়ক হওয়ার জন্য।

সত্যিই বন্ড ছবির খলনায়ক হওয়া এখন বেশ ‘প্রেস্টিজিয়াস’ একটা ব্যাপার।

কিন্তু এই পরিবর্তনের কারণটা কী?

১) সম্মান। সেই ‘ক্যাসিনো রয়াল’ থেকে ‘স্পেকট্রা’— বন্ড খলনায়কের অভিনেতাদের প্রোফাইল কিন্তু সেরা অভিনেতাদের থেকে কোনও অংশে কম যায় না। লে শিফে-র চরিত্রে ম্যাডস মিকেলসেন কান ফিল্ম ফেস্টিভ্যালে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন। ‘স্কাইফল’য়ের হাভিয়ের বারদেম-এর ঝুলিতে অস্কার, বাফতা কী নেই। আর সামনেই মুক্তি পেতে চলা ‘স্পেকট্রা’র ভিলেন ক্রিস্টফ ওয়াল্টজের তো দু’-দু’টো অস্কার পকেটে।

সেরা ভিলেনরা

‘গোল্ডফিঙ্গার’ ছবিতে
গার্ট ফ্রোব

‘গোল্ডফিঙ্গার’ ছবিতে
হ্যারল্ড সাকাতা

‘দ্য স্পাই হু লাভড মি’
ছবিতে রিকার্ড কাইল

‘ফ্রম রাশিয়া উইথ লাভ’
ছবিতে রবার্ট শ’


২) পরিচালক। স্যাম মেন্ডেস। অস্কারজয়ী এই পরিচালক যে দিন বন্ড ফিল্মে পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, অনেকেই ভ্রু কুঁচকেছিলেন। কিন্তু একটা ট্রেন্ড শুরু করে দিয়েছিলেন মেন্ডেস। বন্ড ফিল্ম মানে শুধু অ্যাকশন বা স্পাই মুভি নয়, বক্স অফিস আর সমালোচকদের প্রশংসার মিশেলে একটা ভাল সিনেমা। এই ট্রেন্ড শুরু হওয়ার পরে তাই বন্ড নৌকায় পা দাওয়ার লোকের অভাব হয়নি। গ্র্যামি জয়ী গায়িকা অ্যাডেলও যোগ দিয়েছিলেন বন্ড সিনেমার গাড়িতে।


৩) টাকা। বড় ব্যানার তো ছিলই। তবে শেষ কয়েকটা বন্ড সিনেমার বক্স অফিস কালেকশনও যে অনেককে এই দিকে চুম্বকের মতো টেনেছে, সে কথা অস্বীকার করা যায় না। ‘ক্যাসিনো রয়াল’ আর ‘কোয়ান্টাম অব সোলাস’— দু’টো সিনেমার বক্স অফিস কালেকশন সিনেমার বাজেটের থেকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার বেশি। ‘স্কাইফল’‌য়ের ক্ষেত্রে তো লাভের অঙ্কটা অঙ্কটা ছাড়িয়ে গিয়েছে ১০০০ মিলিয়ন ডলারেরও বেশি। লাভের অঙ্কের হিসেবে পাওয়া অভিনেতাদের বোনাস যে বন্ড মুকুটে বাড়তি পালক যোগ করেছে, এ কথা বুঝতে বক্স অফিস অ্যানালিস্ট হওয়ার কোনও দরকার নেই।

সেরা ভিলেনরা

বন্ড সুন্দরীরা

১) হাভিয়ের বারদেম
(রাউল সিলভা, ‘স্কাইফল’)

২) গার্ট ফ্রোব
(গোল্ডফিঙ্গার, ‘গোল্ডফিঙ্গার’)

৩) হ্যারল্ড সাকাতা
(অড জব, ‘গোল্ডফিঙ্গার’)

৪) রিকার্ড কাইল
(জস, ‘দ্য স্পাই হু লাভড মি’)

৫) রবার্ট শ’
(রেড গ্রান্ট, ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’)

১) উরসুলা অ্যান্ড্রেস
(হানি রাইডার, ‘ডক্টর নো’)

২) দানিয়েলা বিয়াঙ্কি
(ট্যাটিয়ানা রমানোভা, ‘ফ্রম রাশিয়া উইথ লাভ’)

৩) শার্লি ইটন
(গিল ম্যাস্টারসন, ‘গোল্ডফিঙ্গার’)

৪) ডায়ানা রিগ
(ট্রেসি বন্ড, ‘অন হার ম্যাজেস্টিস সিক্রেট সার্ভিস’)

৫) এভা গ্রিন
(ভেসপার লিন্ড, ‘ক্যাসিনো রয়্যাল’)

james bond movies bond movies bond villains james bond villains oscar winner actors ananda plus latest arijit chakraborty
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy