Advertisement
E-Paper

অস্কারের মঞ্চে শশী কপূর এবং শ্রীদেবীকে সম্মান

দু’তিন মিনিটের মিউজিক্যাল ট্রিবিউটে তুলে ধরা হয় এই দুই তারকার বলিউড জার্নি। তাঁদের বিভিন্ন ছবি, সিনেমায় তাঁদের অবদান— এ সবই দেখানো হয় বিশ্ব মঞ্চে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৮ ১৪:১৩
শশী কপূর এবং শ্রীদেবী।— ফাইল চিত্র।

শশী কপূর এবং শ্রীদেবী।— ফাইল চিত্র।

সোমবার ডলবি থিয়েটারে বসেছিল ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে ‘ইন মেমরি’ বিভাগে প্রয়াত শ্রীদেবী এবং শশী কপূরকে শ্রদ্ধা জানানো হয়।

অস্কারের অনুষ্ঠানের শেষপ্রান্তে ২০১৭-১৮-এ সিনে জগতের প্রয়াত ব্যক্তিত্বদের শ্রদ্ধা জানানো হয়। সেখানে অন্যান্য তারকাদের সঙ্গে ছিলেন শ্রীদেবী এবং শশী কপূরও।

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইতে ৫৪ বছর বয়সে প্রয়াত হন শ্রীদেবী। অচৈতন্য অবস্থায় হোটেলের বাথটবে তাঁকে দেখতে পান শ্রীদেবীর স্বামী বনি কপূর। তাঁর আচমকা প্রয়াণ এখনও মেনে নিতে পারছেন না বলি মহলের একটা বড় অংশ।

আরও পড়ুন, অস্কার ২০১৮: সেরা অভিনেতা ওল্ডম্যান, সেরা অভিনেত্রী ফ্রান্সিস ম্যাকডোরম্যান্ড

অন্যদিকে ২০১৭-এর ৪ ডিসেম্বর প্রয়াত হন শশী কপূর। বয়সজনিত নানা সমস্যার কারণেই মৃত্যু হয় এই বর্ষীয়ান অভিনেতার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

এই প্রতিবেদনটি প্রথম প্রকাশের সময় কিছু তথ্যগত ত্রুটি ছিল। পরে তা সংশোধন করে নেওয়া হয়।

Sridevi Shashi Kapoor শ্রীদেবী শশী কপূর Celebrities Death Oscars Oscars 2018 The Academy Awards The 90th Academy Awards Hollywood অস্কার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy