Advertisement
০৩ মে ২০২৪
Entertainment News

‘ইন্টারকোর্স’ভোটের চ্যালেঞ্জে হেরে বিরক্ত নিহালনি?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে, মাত্র একবারই বিরক্ত মুখে নিহালনি বলেছেন, ‘‘আমাকে ফলো করবেন না।’’ এ ছাড়া আর কোনও জবাব দেননি তিনি।

লিফটের ভিতর পহলাজ নিহালনি। ছবি: ‘মিরর নাও’ এর টুইটার পেজের সৌজন্যে।

লিফটের ভিতর পহলাজ নিহালনি। ছবি: ‘মিরর নাও’ এর টুইটার পেজের সৌজন্যে।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০২ জুলাই ২০১৭ ১৬:৫৪
Share: Save:

গত ২৩ জুন ‘ইন্টারকোর্স’ নিয়ে ভোট চেয়েছিলেন সেন্সর বোর্ডের প্রধান পহলাজ নিহালনি। তাঁর দাবি ছিল, শাহরুখ খান-অনুষ্কা শর্মার পরের ছবি ‘জব হ্যারি মেট সেজল’-এ ইন্টারকোর্স শব্দটি থাকবে কি না তা ঠিক করুক আম জনতা। শব্দটি ব্যবহারের স্বপক্ষে এক লক্ষ ভোট দাবি করেছিলেন তিনি। তা পাওয়া গেলে সেন্সর বোর্ড ইন্টারকোর্স শব্দটি ছবিতে রাখার অনুমতি দেবে বলে এক টেলিভিশন সাক্ষাত্কারে জানিয়েছিলেন তিনি।

আরও পড়ুন, ‘ইন্টারকোর্স’ নিয়ে ভোট চাইলেন পহলাজ নিহালনি!

সপ্তাহ খানেক পরে সেই এক লক্ষ ভোট এসেছে। এ বার কি তবে নিজের আপত্তি তুলে নেবেন নিহালনি? এই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘মিরর নাও’-এর এক সাংবাদিক নিহালনির দফতরে হাজির হন। লিফটের সামনেই অপেক্ষা করছিলেন ওই সাংবাদিক। নিহালনির সঙ্গে লিফটেও উঠে পড়েন তিনি। কিন্তু আদৌ কি কোনও প্রতিক্রিয়া দিলেন সেন্সর বোর্ড প্রধান?

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে মাত্র একবারই বিরক্ত মুখে নিহালনি বলেছেন ‘‘আমাকে ফলো করবেন না।’’ এ ছাড়া আর কোনও জবাব দেননি তিনি। ওই সাংবাদিক বারবার জানতে চান চ্যালেঞ্জ হেরে যাওয়ার পর কি ওই বিশেষ শব্দটি ছবিতে ব্যবহারের অনুমতি দেবে সেন্সর বোর্ড? না! একবারও মুখ খোলেননি নিহালনি। বরং অন্য দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে। ? !

সোশ্যাল মিডিয়ায় শেয়ার হওয়া ওই ভিডিওতে দেখা গিয়েছে মাত্র একবারই বিরক্ত মুখে নিহালনি বলেছেন ‘‘আমাকে ফলো করবেন না।’’ এ ছাড়া আর কোনও জবাব দেননি তিনি। ওই সাংবাদিক বারবার জানতে চান চ্যালেঞ্জ হেরে যাওয়ার পর কি ওই বিশেষ শব্দটি ছবিতে ব্যবহারের অনুমতি দেবে সেন্সর বোর্ড? না! একবারও মুখ খোলেননি নিহালনি। বরং অন্য দিকে তাকিয়ে থাকতে দেখা গিয়েছে তাঁকে।

সব কিছু ঠিক থাকলে আগামী ৪ অগস্ট ছবিটির মুক্তি পাওয়ার কথা। তবে চ্যালেঞ্জ নিয়ে যে নিহালনি বিপাকে পড়েছেন সে কথা একবাক্যে স্বীকার করে নিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক বি-টাউনের একটা বড় অংশ। 

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE