Advertisement
১৭ মে ২০২৪

ট্রেলরেই জনপ্রিয় কাশ্মীরি ‘আজ়াদি’

তবে জাতীয়তাবাদী ভাবাবেগকে উস্কে ছবি তৈরির চল রয়েছেই। ভারতেও সরফারোজ়, বর্ডার বা ফ্যান্টমের মতো পাকিস্তান-বিরোধী ছবি জনপ্রিয়তা পেয়েছে।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ০৮ জুন ২০১৮ ০০:০০
Share: Save:

প্রথম ঝলকেই ব্যাপক সাড়া ফেলে দিল কাশ্মীরের মুক্তিযুদ্ধ নিয়ে তৈরি ছবি ‘আজ়াদি’। ৫ ফেব্রুয়ারি ‘কাশ্মীর সংহতি দিবসে’ মুক্তি পেয়েছিল পাকিস্তানি থ্রিলারটির ট্রেলার। তার পর থেকেই ব্যাপক আগ্রহ তৈরি হরেছে ছবি ঘিরে। কয়েক দিন পরেই, ইদে ছবিটি মুক্তি পাওয়ার কথা।

ছবির মূল চরিত্র আজ়াদ, স্বপ্ন দেখেন স্বাধীন কাশ্মীরের। তার জন্যই সর্বস্ব ত্যাগ করেছেন তিনি। আজ়াদের আদর্শে অনুপ্রাণিত হয়ে কী ভাবে তাঁর ‘আজ়াদি’-র স্বপ্ন এগিয়ে নিয়ে যায় তরুণ প্রজন্ম তা নিয়েই এগিয়েছে ছবির গল্প। ছবির পরিচালক ইমরান মালিকই এর চিত্রনাট্য লিখেছেন। আজাদের ভূমিকায় মোয়াম্মার রানা ও পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিকের ভূমিকায় পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় মুখ সোনিয়া হুসেন। রানা জানিয়েছেন, ‘র‌্যাম্বো’ করে সিলভেস্টার স্ট্যালন যে জনপ্রিয়তা পেয়েছিলেন, ‘আজ়াদি’র পরে তাঁর সেই রকম ভাবমূর্তি তৈরি হয়েছে পাকিস্তানে। তাঁর কথায়, ‘‘এই রকম একটা বিষয় নিয়ে এত বড় পরিসরে আগে পাকিস্তানে কোনও ছবি হয়নি।’’ তবে জাতীয়তাবাদী ভাবাবেগকে উস্কে ছবি তৈরির চল রয়েছেই। ভারতেও সরফারোজ়, বর্ডার বা ফ্যান্টমের মতো পাকিস্তান-বিরোধী ছবি জনপ্রিয়তা পেয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Azaadi Jammu and Kashmir Moammar Rana
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE