‘নাদানিয়াঁ’ ছবিতে অভিনয় করে সমালোচিত হয়েছেন ইব্রাহিম আলি খান। এ বার এক পাকিস্তানি সমালোচক তমুর ইকবালের কটাক্ষের শিকার হলেন সইফ-পুত্র। তবে শুধু অভিনয় নয়। ইব্রাহিমের চেহারা ও তাঁর নাক নিয়ে আপত্তিকর মন্তব্য করেন সেই সমালোচক। এই বিষয়ে এ বার মুখ খুললেন ইব্রাহিমের চর্চিত প্রেমিকা পলক তিওয়ারি। এক সাক্ষাৎকারে পাকিস্তানি সমালোচকের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন।
পলক বলেন, “খ্যাতনামীদের চেয়েও আরও একটি বিষয় বেশি বিক্রি হয়। সেটা হল খ্যাতনামীদের গালাগাল দেওয়া ও হেনস্থা করা। আমরা এমন একটা সময়ের মধ্যে রয়েছি, যেখানে খ্যাতনামীদের আক্রমণ করা খুবই সাধারণ বিষয়। এটা সব সময়েই ছিল। কিন্তু এই মাত্রায় ছিল না।”
আরও পড়ুন:
কিছু মানুষ মনে করেন, অভিনেতাদের কাজ যে কেউ খুব সহজেই করে ফেলতে পারেন, দাবি পলকের। তিনি আরও বলেন, “প্রথমত আপনারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে কথা বলেন। তার পরে যখন তারকারা অস্ত্রোপচারের মাধ্যমে নিজের চেহারায় পরিবর্তন আনেন, তখন আপনারাই বলেন, ‘কেন করলেন? ভুল দৃষ্টান্ত তৈরি করছেন।’ প্রথমে আপনারাই চেহারার জন্য কুকথা বলেন। তার পর সেটা বদলে ফেললেও আপনারাই কথা শোনান, আক্রমণ করেন। এর চেয়ে খারাপ পরিস্থিতি আর কী হতে পারে!”
নিন্দকদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে পলক বলেন, “যাই হয়ে যাক, এঁরা আসলে সমালোচনাই করতে চান। আপনার নাক, চুল, দেহের ওজন, অভিনয়, সব কিছু নিয়ে এঁরা মন্তব্য করবেন।”