স্মৃতি মন্ধানা তাঁর কাছে শুধুই ‘স্মৃতি’। সেই স্মৃতি সরিয়ে অবশেষে স্বাভাবিক জীবনে ফিরছেন পলাশ মুচ্ছল। খবর, ছবি পরিচালনা দিয়ে আবার পেশাজীবনে ফিরতে চলেছেন। এই খবর সংবাদমাধ্যমকে জানিয়েছেন হিন্দি ছবির বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
তিনি এক্স (পূর্ববর্তী টুইট) হ্যান্ডলে এক বার্তায় লিখেছেন, নতুন ছবি পরিচালনা করতে চলেছেন পলাশ। ছবির নাম এখনও ঠিক হয়নি। তাঁর ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করবেন শ্রেয়স তলপড়ে। এক সাধারণ মানুষের গল্প বলবেন পলাশ। পর্দার সেই ‘সাধারণ মানুষ’ শ্রেয়স। কোনও ভাবে কি অভিনেতা বা পরিচালকের জীবন পর্দায় দেখা যাবে? সে সম্পর্কে মুখ খোলেননি পরিচালক। জানা গিয়েছে, ছবির সিংহভাগ জুড়ে মুম্বই। তাই ছবির শুটিং হবে মুম্বইয়ের নানা জায়গায়। সব ঠিক থাকলে আগামী মাসেই শুরু হয়ে যাবে শুটিং।
আরও পড়ুন:
২০২৫-এর শেষে চারহাত এক হওয়ার কথা ছিল স্মৃতি-পলাশের। বিয়ের সকালে গায়েহলুদ সারা। বিকেলে বিয়ের কয়েক ঘণ্টা আগে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন স্মৃতির বাবা। হাসপাতালে যেতে হয় পলাশকেও। এর পরেই পলাশের বিরুদ্ধে ওঠে প্রতারণার অভিযোগ। দীর্ঘ জলঘোলার পরে সেই বিয়ে থেকে বেরিয়ে আসেন বিশ্বকাপজয়ী ক্রিকেটার স্মৃতি। সমাজমাধ্যমে, সংবাদমাধ্যমে প্রায় একঘরে হয়ে পড়েন পরিচালক-সুরকার। সে সময়ে বেশ কিছু দিন সব কিছু থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন তিনি। কাজের কথা প্রকাশ্যে আসতেই ফের আলোচনায় পলাশ।
আগের মতোই কি তিনি আবার ছন্দে ফিরতে পারবেন? এই কৌতূহলের জবাব দেবে সময়।