রবিবার সকাল থেকেই কত কী প্রশ্ন মাথায় ঘুরছে! ২০১৯ সালে মুম্বইয়ে ‘আমি সিরাজের বেগম’ ধারাবাহিকের শ্যুটিং। সেই থেকে আলাপ পল্লবীর সঙ্গে। মাত্র এক মাস আগে ওর সঙ্গে দেখা হয়েছিল শপিং মলে। গত শুক্রবারও ফোনে কথা হল। তার পর রবিবার জানলাম, ও নেই। ওই হাসিখুশি মেয়েটা নাকি নেই!
শপিং মলে সে দিন পল্লবীকে খুব মনমরা লেগেছিল। কারণ জানতে চাইলাম। এমনিতে পল্লবী খুব বেশি ব্যক্তিগত কথা বলতে চায় না কাউকেই। কিন্তু সে দিন বলল। জানলাম, সাগ্নিকের (পল্লবীর লিভ-ইন সঙ্গী) সঙ্গে সম্পর্কে টানাপড়েন চলছে। ওকে ভাল থাকার পরামর্শ দিই। এমনকি ইনস্টাগ্রামে সাগ্নিককে মেসেজও করেছিলাম বাড়ি ফিরে। সরাসরি ওদের সম্পর্কের সমস্যা নিয়ে কিছু বলিনি। তাতে সাগ্নিকের মনে হতে পারত, তৃতীয় ব্যক্তির কাছে গিয়ে পল্লবী প্রেমিকের নামে নালিশ করছে। তাই লিখেছিলাম, ‘অনেক দিন দেখা হয়নি, দেখা হলে ভাল হত।’ সাগ্নিক জানায়, নানা ব্যস্ততার কারণে আসতে পারেনি৷ কিন্তু আর একটা কথাও বলে— ‘অনেক কিছু সমস্যা হচ্ছে। সব ঠিক নেই।’ তার পরেই দু’দিন বাদে দেখি, কলকাতার এক হোটেলে থাকতে গিয়েছে দু’জনে মিলে। ছবি দিয়েছিল। আমি আবার তাতে খুশি হয়ে লিখলাম, ‘বাহ, ভাল লাগছে দু’জনকে একসঙ্গে দেখে।’ তার পরে যে কী হয়ে গেল!