স্ত্রীকে শেষ বিদায় জানালেন পরাগ ত্যাগী। আরব সাগরে ভাসিয়ে দিলেন শেফালির অস্থিভস্ম। পরনে ডোরাকাটা শার্ট। হাঁটু পর্যন্ত গোটানো জিন্সের প্যান্ট। উসকোখুসকো চুল বাঁধা হেয়ারব্যান্ডে। এই বেশেই স্ত্রীকে শেষ বিদায় জানালেন পরাগ। সেই মুহূর্ত ক্যামেরাবন্দি করলেন ছবিশিকারিরা।
এই দিন পরাগের সঙ্গে ছিলেন শেফালির মা ও পরিবারের অন্যেরাও। চোখের জলে অভিনেত্রীকে বিদায় জানালেন তাঁরা। ছবিশিকারিদের তোলা আরও একটি ভিডিয়োয় পরাগ ত্যাগীকে অঝোরে কাঁদতে কাঁদতে শ্মশান থেকে বেরিয়ে আসতে দেখা যায়। শেফালির পরিবারের অন্যেরা এবং বন্ধুবান্ধবও কান্নায় ভেঙে পড়েন।
আরও পড়ুন:
দাহ করার আগে মালার চাদরে শায়িত ছিল অভিনেত্রীর দেহ। তখন শেষ বারের মতো শেফালির কপালে চুম্বন করেন পরাগ। শেষ বারের মতো মেয়েকে আগলে বসেছিলেন শেফালির মা। সেই মুহূর্তও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে। ২৭ জুন মাঝরাতে অভিনেত্রীর আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত মুম্বই। শনিবার বিকেলে লাল ওড়নায় জড়িয়ে ওশিয়ারা শ্মশানের দিকে শেফালিকে নিয়ে রওনা হন স্বামী পরাগ এবং তাঁর মা।
কেন মৃত্যু হল অভিনেত্রীর? শুক্রবার রাত থেকে এই প্রশ্ন বার বার ঘুরপাক খাচ্ছে সকলের মনে। পুলিশের তরফে সংবাদমাধ্যমকে এ দিন জানানো হয়েছিল, মৃত্যুর কারণ নিশ্চিত করতে তদন্ত শুরু হয়েছে। দিনের শেষে পুলিশের তরফে জানানো হয়েছে, সে ভাবে অস্বাভাবিক কিছু মেলেনি ময়না তদন্তের রিপোর্টে।