Advertisement
২৬ এপ্রিল ২০২৪

নির্দেশনায় ফিরছেন পরমব্রত

দু’বছর আগে রিলিজ করেছিল তাঁর পরিচালিত ছবি ‘লড়াই’। বছর ঘুরে গিয়েছে। তবু ‘পরিচালক’ পরমব্রত চট্টোপাধ্যায়ের আর দেখা পাওয়া যায়নি।

পরমব্রত চট্টোপাধ্যায়

পরমব্রত চট্টোপাধ্যায়

অরিজিৎ চক্রবর্তী
নিজস্ব সংবাদদাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৭ ০০:৪৮
Share: Save:

দু’বছর আগে রিলিজ করেছিল তাঁর পরিচালিত ছবি ‘লড়াই’।

বছর ঘুরে গিয়েছে। তবু ‘পরিচালক’ পরমব্রত চট্টোপাধ্যায়ের আর দেখা পাওয়া যায়নি।

অভিনয় চালিয়ে যাচ্ছেন আগের মেজাজেই। এবছরও চার-চারটে ছবির শ্যুটিংয়ে ব্যস্ত।

ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় ‘হলুদবনি’র শ্যুটিং চলছে। হাতে আছে ‘যখের ধন’, ‘সেনাপতি’ ও ‘সমান্তরাল’।

শুধু তাই নয়, ইন্টারনেটের জন্য ছবি প্রযোজনাও করছেন।

কিন্তু পরিচালক পরমব্রত গেলেন কোথায়? ‘‘কোথাও যাইনি। এখানেই আছি। হাতে যে ছবিগুলো আছে, সেগুলোর অভিনয়ে এত ব্যস্ত ছিলাম যে, নিজের ছবির শ্যুটিংয়ের আর সময় পাচ্ছিলাম না। স্ক্রিপ্ট তৈরিই আছে। শুধু ফ্লোরে যাওয়ার অপেক্ষা। এই মে বা জুনেই শুরু করে দেব শ্যুটিং,’’ আনন্দ প্লাস-কে জানালেন তিনি।

ছবির গল্প মূলত দুই অসমবয়সির বন্ধুত্ব নিয়ে। সত্তরোর্ধ্ব এক বয়স্কা মহিলা ও সাত বছরের এক বাচ্চা ছেলের বন্ধুত্বের নানা রং দেখা যাবে পরমব্রতর নতুন ছবিতে। ছবির নাম এখনও ঠিক করেননি।

আজ, বুধবার অবশ্য তিনি চলে যাচ্ছেন বাংলাদেশ। আগামী শুক্রবার সেখানে রিলিজ করবে তাঁর অভিনীত ‘ভুবন মাঝি’। সে ছবির স্পেশ্যাল স্ক্রিনিংয়ের জন্য তিনি ঢাকায়।

তাঁর পরিচালিত ‘লড়াই’ যে বক্স অফিসে তেমন ব্যবসা করতে পারেনি, সেটা নিজেও স্বীকার করেন।

নতুন ছবি শুরুর আগে কি সেটা কোথাও ভাবাচ্ছে পরমব্রতকে? ‘‘একেবারে না। বক্স অফিসে কী হবে, সেটা তো কেউ বলতে পারে না। কিছু জিনিস ফেল করবে, কিছু জিনিস উতরবে, এটাই তো নিয়ম। আমার নিজের মধ্যে তাই কোনও দ্বিধা নেই। শুধু এটা মনে রাখি, যে ভুলগুলো করেছি, সেটা আবার করব না। আর যে জিনিসগুলো ঠিক করেছি, সেগুলোকে সযত্নে লালন করে যাব,’’ বললেন পরমব্রত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Parambrata Chatterjee Bengali Actor Direction
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE