Advertisement
E-Paper

অনুষ্কা বললেন, ‘আপনি ওর ভ্যালেন্টাইন হবেন?’

ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে টিভি দেখতে দেখতে সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অনুষ্কা বলছেন, ‘আই লভ ইউ’। পরমের মুখে স্বাভাবিক-সম্মতিসূচক হাসি। তবে মুখে কোনও ডায়লগ শোনা যায়নি। অথচ অনুষ্কাকেও কে যেন ‘আই লভ ইউ টু’ বললেন!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:২৭
অনুষ্কা শর্মা। ছবি: অনুষ্কার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

অনুষ্কা শর্মা। ছবি: অনুষ্কার ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

ভ্যালেন্টাইনস ডে’র দিন অনুষ্কা শর্মার প্রশ্ন, ‘আপনি ওর ভ্যালেন্টাইন হবেন?’ নায়িকার মুখে এমন প্রশ্ন শুনে আপনার তাজ্জব হওয়ারই কথা। কিন্তু, সত্যিই এই প্রশ্ন করেছেন অনুষ্কা। কিন্তু কার ভ্যালেন্টাইন?

একের পর এক পোস্টার-টিজার-ভিডিও ক্লিপ। দর্শক-মনে ‘পরী’র আতঙ্ক ষোলো কলা পূর্ণ করতে কার্যত উঠে-পড়ে লেগেছেন অনুষ্কা শর্মা। এ বার আরও এক ধাপ এগিয়ে, প্রেম দিবসে ছবির একটি নতুন ভিডিও ক্লিপ শেয়ার করেছেন নিজের ইনস্টা পেজে। আর সেই ভিডিও কিন্তু শিরদাঁড়ায় ঠান্ডা স্রোত বইয়ে দিতে এক মুহূর্তও সময় নেবে না।

ভিডিওতে দেখা যাচ্ছে, সোফায় বসে টিভি দেখতে দেখতে সহ-অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়কে অনুষ্কা বলছেন, ‘আই লভ ইউ’। পরমের মুখে স্বাভাবিক-সম্মতিসূচক হাসি। তবে মুখে কোনও ডায়লগ শোনা যায়নি। অথচ অনুষ্কাকেও কে যেন ‘আই লভ ইউ টু’ বললেন!

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

কয়েক মুহূর্তে ক্যামেরা প্যান করতেই দেখা গেল সেই মুখ। পরমব্রতর ডানদিকেও বসে রয়েছেন আরেক অনুষ্কা। অভিনেত্রীকে এতটা ভয়ানক এর আগে হয়তো কোনওদিন দেখায়নি। ‘ফিলাউরি’ছবিতে যতটা আদুরে লেগেছিল ‘ভূত’অনুষ্কাকে,‘পরী’তে ঠিক ততটাই ভয়াবহ।

রক্তমাখা মুখ, চোখের পাতা বেয়েও গরিয়ে পড়ছে রক্ত। ঠান্ডা গলায় বলে চলেছেন ‘আই লভ ইউ টু...’।

ভ্যালেন্টাইনস ডে’র দিনে এই ক্লিপটি শেয়ার করেই ক্যাপশনে নায়িকা লিখেছেন, ‘আপনি ওর ভ্যালেন্টাইন হবেন?’

আপনার উত্তর?

ছবির প্রথম ঝলক মুক্তির সময়ই ‘পরী’ যে কোনও রূপকথার গল্প নয়, তা জানিয়ে দিয়েছিলেন অনুষ্কা। সোশ্যাল মিডিয়ায় ছবির প্রথম পোস্টার ও টিজার শেয়ার করে ইঙ্গিত দিয়েছিলেন এ বারের দোলটা একটু অন্য রকম হতে চলেছে।

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

‘পরী’র এই নতুন ভিডিও ক্লিপ ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় সাড়া ফেলে দিয়েছে। ক্লিপের শেষে দেখা যাচ্ছে, আগামিকাল মুক্তি পাবে ছবির ট্রেলার। প্রসিত রায় পরিচালিত ‘পরী’ মুক্তি পাওয়ার কথা ২ মার্চ।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, নিউইয়র্কের হোটেলে হঠাৎ সোনাক্ষী-সলমন!

আরও পড়ুন, মমতা ও মওজির সঙ্গে আলাপ হয়েছে?

Anushka Sharma Parambrata Chatterjee Ritabhari Chakraborty Upcoming Movies Film Actress Film Actor Video Viral Video Instagram Pari অনুষ্কা শর্মা পরমব্রত চট্টোপাধ্যায়
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy