
চারদিকে যেন বিয়ের প্রজাপতি উড়ছে। বলিউডে একের পর এক হাই-প্রোফাইল বিয়ের পর এ বার পালা টলিউডের। আজই সাত পাকে বাঁধা পড়তে চলেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও রাজ চক্রবর্তী। সাবেকী প্রথা মেনে বাঙালি সাজে টলি নায়িকা এবং পরিচালকের বিয়ে ঘিরে রীতিমতো সাজো সাজো রব টলিউডে। জমকালো বিয়ের অনুষ্ঠান শুরুর আগে দেখে নিন কিছু টুকরো ছবি।