এ যেন আমাদের ঘরের মেয়েরই বিয়ে। অন্তত কর্ণ ও বিপাশার বিয়ে এবং প্রাক-বিবাহ অনুষ্ঠান ঘিরে যে ভাবে বাংলার সিমেমাপ্রেমীদের আগ্রহের পারদ চড়চড় করে বাড়ছে তাতে ঘরের বিয়েই তো মনে হচ্ছে। বিয়ের কার্ড থেকে শুরু করে ব্যাচেলর পার্টি, ওয়েডিং শাওয়ার থেকে শুরু করে আইবুড়োভাত সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে। শুক্রবার ছিল তাঁর মেহেন্দির অনুষ্ঠান। গ্যালারিতে দেখুন ফুলের সাজে কেমন দেখাচ্ছে এই বঙ্গ-বিউটিকে।
আরও পড়ুন: মেহেন্দিতে ফুলের গয়নায় সাজলেন বিপাশা