Advertisement
E-Paper

পুজোর ছবিমুক্তি নিয়ে নতুন কমিটির বৈঠকে দেব-শিবপ্রসাদ, কেন অনুপস্থিত রাজ?

এ দিনের বৈঠকে যোগ দিয়েছিলেন প্রযোজক শ্রীকান্ত মোহতা, হলমালিক জয়দীপ মুখোপাধ্যায়, পরিবেশক শতদীপ সাহা-সহ অনেকেই।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৫ ১৬:০৯
Piya Sengupta, Dev, Srikant Mohta and many more tolly celebs arranged a meeting on Puja Release 2025

ছবিমুক্তির টানাপড়েন কমবে কি? ছবি: সংগৃহীত।

সম্প্রতি বাংলা সিনেমাজগতের বিশিষ্টেরা একযোগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি দিয়েছিলেন। বড় বাজেটের হিন্দি ছবিমুক্তির সময় এ রাজ্যে বাংলা ছবি যাতে ঠিকঠাক প্রেক্ষাগৃহ এবং প্রাইম টাইম শো পায়, সেই আর্জি জানিয়েই ওই চিঠি দেওয়া হয়েছিল। এর পরেই রাজ্য সরকারের নির্দেশ দেয়, প্রত্যেক দিন মাল্টিপ্লেক্স-সহ সমস্ত প্রেক্ষাগৃহে একটি করে প্রাইম টাইম শো পাবে বাংলা ছবি। পাশাপাশি, গঠিত হয় নতুন কমিটি (সিনেমা স্ক্রিনিং কমিটি), যার প্রথম বৈঠক হল বৃহস্পতিবার। বৈঠকে যোগ দিয়েছিলেন, ইমপা (ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্স অ্যাসোসিয়েশন) এবং নতুন কমিটির সভাপতি পিয়া সেনগুপ্ত, দেব, শ্রীকান্ত মোহতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নিসপাল সিংহ রানে, ফিরদৌসল হাসান, রানা সরকার, জয়দীপ মুখোপাধ্যায়, শতদীপ সাহা-সহ বাংলা সিনেদুনিয়ার বিশিষ্টেরা। ব্যতিক্রম, এ বারেও অনুপস্থিত প্রযোজক-পরিচালক রাজ চক্রবর্তী।

Piya Sengupta, Dev, Srikant Mohta and many more tolly celebs arranged a meeting on Puja Release 2025

—নিজস্ব চিত্র।

কী নিয়ে বৈঠক হল এ দিন? আনন্দবাজার ডট কম-কে পিয়া বলেন, ‘‘পুজোয় এ বছর চারটি ছবি মুক্তি পাবে। তালিকায় ‘রঘু ডাকাত’, ‘রক্তবীজ ২’, ‘দেবী চৌধুরাণী’, ‘যত কাণ্ড কলকাতাতেই’। সমস্ত প্রযোজক-পরিবেশক এবং হলমালিক তাই আজ একজোট হয়েছিলেন, যাতে সুষ্ঠু ভাবে চারটি ছবি মুক্তি পায়।’’ তিনি আরও জানান, রাজ্য সরকার পাশে থাকায় বাংলা ছবির প্রেক্ষাগৃহ, শো এবং চাহিদা বেড়েছে। সব বাজেটের ছবিই যাতে এই সুবিধা ভোগ করতে পারে, সে দিকটাও উঠে এসেছে আলোচনায়।

পিয়ার বক্তব্যের সুর বাকিদের কথাতেও। শতদীপ যেমন এই ধরনের বৈঠকের ফলে আশার আলো দেখছেন। তাঁর কথায়, ‘‘এতে ছবি দেখানোয় কোনও টানাপড়েন হবে না।’’ ফিরদৌসল জানান, বাকিটা নির্ধারণ করবে ছবির মেধা।

এই বৈঠক কি চারটি ছবির হল সংখ্যা এবং শো সংখ্যাও আজকেই নির্দিষ্ট করল? প্রযোজক রানা বলেন, ‘‘আজ পুজোর ছবির সংখ্যা নির্দিষ্ট হল। আবার বৈঠক হবে। তখন বাকি সব নির্ধারিত হবে।’’ তিনি এ-ও জানান, শীতেও একাধিক বাংলা ছবি মুক্তি পাবে। তার আগে আবার বৈঠক হবে।

Tollywood News Puja Release Bengali Films
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy