২০২০ সালে গোয়ার ব্যবসায়ী স্যাম বম্বেকে বিয়ে করেছিলেন মডেল-অভিনেত্রী পুনম পাণ্ডে। বিয়ের কয়েক দিনের মধ্যেই স্যামের বিরুদ্ধে শ্লীলতাহানি ও মারধরের অভিযোগ এনেছিলেন তিনি। এমনকি মানসিক ভাবে এতটাই আঘাত পেয়েছিলেন যে, তাঁকে হাসপাতালেও ভর্তি হতে হয়। যদিও নভেম্বরে পুনমের অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছিল স্যামকে।
এর পরে অনেকটা সময় কেটে গিয়েছে। কর্মজীবনে ফিরেছেন পুনম। পাল্লা দিয়ে বিতর্কেও জড়িয়েছেন। বিবাহ জীবন নিয়ে কথা উঠলেই জানিয়েছেন, তিনি আপাতত একা এবং সম্পর্কে জড়ানোর কোনও ইচ্ছে নেই। তবে সেই জল্পনা উড়িয়ে দিয়ে ব্যক্তিগত জীবন নিয়ে ফের মুখ খুললেন মডেল-অভিনেত্রী। সম্প্রতি একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে আগামী দিনের পথ চলার পরিকল্পনা তুলে ধরেছেন তিনি। সেখানেই ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু তথ্যও জানিয়েছেন।