শিল্পা শেট্টি এবং রাজ কুন্দ্রা
রাজ কুন্দ্রার অ্যাপ ‘হটশটস’-এ কী ধরনের ভিডিয়ো প্রকাশ পেত, সেই বিষয়ে অবগত ছিলেন না রাজের স্ত্রী, অভিনেত্রী শিল্পা শেট্টি কুন্দ্রা। সেই অ্যাপের সঙ্গে তাঁর কোনও যোগসূত্র নেই। গোয়েন্দাদের এমনটাই জানালেন অভিনেত্রী। ৬ ঘণ্টার জিজ্ঞাসাবাদের পর শিল্পার বয়ানের কিছু তথ্য প্রকাশ পেল সংবাদ মাধ্যমে। একইসঙ্গে নিজের স্বামীর পক্ষে তাঁর যুক্তি, যৌন উদ্দীপক ছবি এবং পর্নের মধ্যে পার্থক্য রয়েছে। রাজ পর্ন বানাতেন না বলেই তিনি জানেন।
শিল্পার দাবি, রাজের ভগ্নীপতি প্রদীপ বক্সি লন্ডনে থাকেন। তিনিই এই অ্যাপের সমস্ত কাজকর্মের দায়িত্বে রয়েছেন। মুম্বই পুলিশ জানিয়েছে, শিল্পা তাঁর স্বামীকে নির্দোষ বলে চিহ্নিত করেছেন।
রাজ কুন্দ্রার ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর ডিরেক্টরের পদ থেকে ইস্তফা দিয়েছেন শিল্পা। তার পরেই তিনি পুলিশের নজরে এসেছেন, এমনটা জানিয়েছেন শিল্পা-রাজের ঘনিষ্ঠ সূত্র। ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এ ডিরেক্টর হিসেবে শিল্পা কত দিন ধরে কাজ করছেন, সে বিষয়েও প্রশ্ন করা হয়েছে। ‘হটশটস’ অ্যাপের মালিকানা ‘কেনরিন’-এর হাতে থাকলেও ভিডিয়ো তৈরি থেকে ব্যবসার হিসাব রাখা— এই সবই নাকি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর মাধ্যমেই হত।
Shilpa Shetty said that she wasn't aware of the exact content of HotShots. She claimed that she has nothing to do with HotShots. She mentioned that erotica is different from porn & her husband Raj Kundra wasn't involved in producing porn content: Mumbai Police Sources
— ANI (@ANI) July 24, 2021
(File pic) pic.twitter.com/zNJSdzD4U7
রাজ কুন্দ্রার পুলিশি হেফাজতের মেয়াদ বেড়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। শুনানির পরেই রাজের আইনজীবী জানিয়েছেন, এ ভাবে তাঁর মক্কেলের গ্রেফতার আইনসম্মত নয় এবং সুবিচারের জন্য তাঁরা উচ্চ আদালতে আবেদন জানাবেন। শুক্রবার রাজ এবং শিল্পা শেট্টির জুহুর বাড়িতে তল্লাশি চালিয়েছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। আধিকারিকদের সঙ্গে রাজও সেখানে ছিলেন।
পর্ন-কাণ্ডে রাজের ভূমিকা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পেতেই এই তল্লাশি চালানো হয়েছে। সূত্রের খবর, তখনই শিল্পাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁর বিরুদ্ধে যদিও এখনও পর্যন্ত কোনও রকম তথ্যপ্রমাণ পায়নি মুম্বই পুলিশ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy