Advertisement
২৭ এপ্রিল ২০২৪

‘ব্যপম’-এ আগ্রহী প্রকাশ

‘রাজনীতি’, ‘আকর্ষণ’, ‘চক্রব্যূহ’— তাঁর বেশির ভাগ ছবিতেই উঠে এসেছে কোনও না কোনও বাস্তব বিষয়। পরিচালক প্রকাশ ঝা-র কাছে দর্শকদের প্রত্যাশা কিছুটা আলাদাই থাকে। ১৯৮৫-এর ‘দামুল’ থেকে ২০১৩-এর ‘সত্যাগ্রহ’ পর্যন্ত প্রকাশ সচেতন ভাবেই সামাজিক তথা রাজনৈতিক সমস্যাকে তাঁর ছবিতে বিষয় হিসাবে বেছে নিয়েছেন।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১১ জুলাই ২০১৫ ০০:০০
Share: Save:

‘রাজনীতি’, ‘আকর্ষণ’, ‘চক্রব্যূহ’— তাঁর বেশির ভাগ ছবিতেই উঠে এসেছে কোনও না কোনও বাস্তব বিষয়। পরিচালক প্রকাশ ঝা-র কাছে দর্শকদের প্রত্যাশা কিছুটা আলাদাই থাকে। ১৯৮৫-এর ‘দামুল’ থেকে ২০১৩-এর ‘সত্যাগ্রহ’ পর্যন্ত প্রকাশ সচেতন ভাবেই সামাজিক তথা রাজনৈতিক সমস্যাকে তাঁর ছবিতে বিষয় হিসাবে বেছে নিয়েছেন। তাঁর সাম্প্রতিক ছবি ‘গঙ্গাজল ২’-এর শ্যুটিংয়ে প্রকাশ এই মুহূর্তে ভোপালে। এদিকে ‘ব্যপম’ বা সরকারি নিয়োগ-সংক্রান্ত দুর্নীতি নিয়ে মধ্যপ্রদেশ উত্তাল। এমতাবস্থায় তাঁকে সাংবাদিকরা তাঁকে জিজ্ঞাসা করেন যে, ব্যপম ইস্যু নিয়ে ছবি তৈরিতে তিনি কতটা আগ্রহী? উত্তরে প্রকাশ জানান, এই মুহূর্তে এই বিষয় নিয়ে ছবির কোনও পরিকল্পনা তাঁর নেই। কিন্তু তিনি অবশ্যই পুরো ব্যাপারটি নজরে রেখেছেন। কোনও ছবি তোলার আগে প্রস্তুতিতেই চার-পাঁচ বছর কেটে যায় তাঁর। তবে ব্যপম কেলেঙ্কারি এবং তার কারণে বেশ কিছু মানুষের রহস্যজনক মৃত্যু তাঁকে ভাবাচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Prakash Jha Vyapam Gangajal 2 Aarakshan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE