হট সিটে ঋতুপর্ণা সেনগুপ্ত আর হোস্টের সিটে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ‘কে হবে বাংলার কোটিপতি’ রিয়্যালিটি শো-এর প্রথম সেলেব্রিটি অতিথি ঋতুপর্ণা। ঋতু-প্রসেনজিতের সুপারহিট জুটি যেখানে, সেখানে বিষয়টি শুধু প্রশ্ন-উত্তরের খেলায় সীমাবদ্ধ থাকবে না, তা আন্দাজ করা য়ায়! এই রিয়্যালিটি শোয়ে ঋতুপর্ণা ঢুকলেন একটি ডায়েরি হাতে। জানা গেল, মন খারাপ হলে বা প্রবল আনন্দে সেই ডায়েরিতে তিনি কবিতা লেখেন। খেলা শুরু হওয়ার আগে প্রসেনজিতের অনুরোধে সেই ডায়েরি থেকে পড়লেন স্বরচিত কবিতাও। মন্ত্রমুগ্ধ হয়ে শুনলেন প্রসেনজিৎ। এর পর প্রসেনজিতের অনুরোধে ‘অমর সঙ্গী’ ছবির ‘চিরদিনই তুমি যে আমার’ গানটির সঙ্গে নাচলেন দু’জনে। ‘কে হবে বাংলার কোটিপতি’র মঞ্চ জমে উঠল ঋতু-বুম্বার রসায়নে। খেলার শেষে ঋতুপর্ণা জানালেন, এই খেলায় তিনি যে পুরস্কারমূল্য পেলেন তা পুরোটাই খরচ হবে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থার কাজে।