Advertisement
২৫ এপ্রিল ২০২৪
pratyusha banerjee

Pratyusha: বাবা-মায়ের অতি লোভই হত্যা করেছে প্রত্যুষাকে, দাবি প্রয়াত অভিনেত্রীর প্রাক্তনের

অভিনেতা জানালেন, তাঁর বাবা ও মায়ের অপরিসীম চাহিদা মেটাতে অক্ষম ছিলেন প্রত্যুষা।

প্রত্যুষা বন্দ্যোপাধ্য়ায়

প্রত্যুষা বন্দ্যোপাধ্য়ায়

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২২ জুন ২০২১ ২৩:১৭
Share: Save:

প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়কে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলায় অভিযুক্ত রাহুলরাজ সিংহ বিস্ফোরক দাবি তুললেন। তাঁর বক্তব্য, তিনি নন, বঙ্গতনয়ার মৃত্যুর জন্য দায়ী তাঁর মা ও বাবার অতি লোভ। ২০১৬ সালে আত্মহত্যা করেন হিন্দি ধারাবাহিক ‘বালিকা বধূ’ খ্যাত বাঙালি অভিনেত্রী প্রত্যুষা। সে সময়ে তাঁর প্রেমিক রাহুলরাজের বিরুদ্ধে মামলা দায়ের করে অভিনেত্রীর পরিবার এবং বন্ধুবান্ধব। প্রত্যুষার বন্ধু অভিনেত্রী কাম্যা পাঞ্জাবি এবং প্রযোজক (সম্প্রতি জানা যায়, প্রত্যুষার সঙ্গে কয়েক দিনের জন্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন) বিকাশ গুপ্ত জানিয়েছিলেন, প্রত্যুষার প্রেমিক অভিনেতা রাহুলরাজ তাঁকে মানসিক ও শারীরিক ভাবে নির্যাতন করতেন। এমনকি তিনি প্রত্যুষাকে জনসমক্ষে মারধর করতেন বলেও জানা যায়।

অভিনেত্রীর মৃত্যুর ৫ বছর রাহুলরাজ বিস্ফোরক অভিযোগ তুললেন প্রত্যুষার বাবা ও মায়ের বিরুদ্ধে। তাঁর দাবি, এই মুহূর্তে অভিনেত্রীর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। রাহুলরাজের মতে, প্রত্যুষা তাঁর বাবা মায়ের জন্য ‘সোনার হাঁস’ ছিলেন। অভিনেতা জানালেন, তাঁর বাবা ও মায়ের অপরিসীম চাহিদা মেটাতে অক্ষম ছিলেন প্রত্যুষা। রাহুলরাজের কথায়, ‘‘এই মুহূ্র্তে তাঁর পরিবার জামশেদপুরেও ফিরে যেতে পারছেন না কারণ সেখানে সবাই জানেন তাঁরা কী ভাবে নিজের কন্যাকে ব্যবহার করেছেন।’’

একইসঙ্গে তাঁর স্বীকারোক্তি, ‘‘আমি অপেক্ষা করছি, কবে আদালত এই মামলা থেকে আমার নাম মুছে দেবেন! করোনা অতিমারির জন্য সেই কাজে খানিক দেরি হচ্ছে। আমি জানি যে আমি দোষী নই। আমি প্রত্যুষাকে হত্যা করিনি। বরং তাঁকে বাঁচাতে চেয়েছিলাম।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE