Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২০ জানুয়ারি ২০২২ ই-পেপার

বিয়ে করছেন প্রীতি? পাত্রটি কে?

সংবাদ সংস্থা
২৩ নভেম্বর ২০১৫ ১২:৩৬

অবশেষে বিয়ের ফুল ফুটল প্রীতির। শোনা যাচ্ছে আগামী জানুয়ারিতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন বলি নায়িকা প্রীতি জিন্টা।

কিন্তু পাত্রটি কে?

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর কার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন নায়িকা? জানা গিয়েছে, প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। দিন কয়েক লিভ ইন করার পর নাকি গেনেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন প্রীতি। পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে সাতপাকে বাঁধা পড়বেন প্রীতি-গেন। বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন তাঁরা। সেখানে উপস্থিত থাকবে গোটা বলিউ়ড।

Advertisement

এখন বলিউডে যেন বিয়ের ট্রেন্ড চলছে। সম্প্রতি বলি নায়িকা গীতা বসরাকে বিয়ে করেছেন ক্রিকেটার হরভজন সিংহ। আবার মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। বলি মহলের একাংশের প্রশ্ন, যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের কথাও তড়িঘড়ি ঘোষণা করলেন প্রীতি? এক সময় তো যুবরাজের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। যদিও এ সব মন্তব্যে আপাতত কান দিতে চান না প্রীতি। হবু কনে এখন ব্যস্ত তাঁর বিয়ের প্রস্তুতিতে।

আরও পড়ুন

Advertisement