শ্রীদেবী আর নেই, এখনও মানতে পারছেন না! অনেকের মতো ভেঙে পড়েছেন প্রিয়া প্রকাশ বারিয়ারও।
হবেন না-ই বা কেন! শ্রী তো তাঁর অল টাইম ফেভারিট। প্রথম ফিল্ম রিলিজ করার আগেই সোশ্যাল সেনসেশন প্রিয়া! প্রিয় স্টারকে বিদায় জানাতে তাই সোশ্যাল মিডিয়াকেই বেছে নিলেন তিনি। গান গেয়েই আলবিদা জানালেন শ্রী-কে।
মালয়ালি ছবি ‘ওরু আদার লভ’-এর একটি গানের সৌজন্যে আপাতত অনেকের হৃদয়েই ঝড় তুলেছেন প্রিয়া। ওই ফিল্মের ‘মানিক্য মালারায়া পুভি’-র গানের মাঝে প্রিয়ার চোখের ভাষায় কথা হারিয়েছেন নায়ক রোশন আব্দুল রউফ। রউফের মতোই দশা প্রিয়ার অগুনতি ফ্যানের। রাতারাতি সোশ্যাল সেনসেশন হয়ে যান বি কম-এর অষ্টাদশী ছাত্রীটি। প্রথম ফিল্ম পর্দায় আসার আগেই হ্যাশট্যাগ আর ট্রেন্ডিং লিস্টেও জায়গা করে নেন।
আরও পড়ুন
লাইভ: শেষযাত্রায় শ্রীদেবী
Heartbroken & shocked to hear that my all time favourite #Sridevi is no more. She will always live in our hearts forever . May god give peace to her soul & strength to the family #RIP 🙏 pic.twitter.com/xfsV5Hh6yX
— Priya Prakash Varrier (@PriyaPVarier) February 25, 2018
এ বার ফের এক বার সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন প্রিয়া। শ্রীদেবীর স্মৃতিতে ‘কভি আলবিদা না কহেনা’ গেয়ে। কর্ণ জোহরের বহুচর্চিত ফিল্মের টাইটেল সং যে এত নিপুণ ভাবে নিজের গলায় খেলাবেন তা কে জানত! টুইট করে প্রিয়া জানিয়েছেন, শ্রীদেবীর অকালমৃত্যুটা এখনও যেন মেনে নিতে পারছেন না। ২৫ ফেব্রুয়ারি তিনি টুইটারে লিখেছেন, “অবিশ্বাস্য! আমার অল টাইম ফেভারিট শ্রীদেবী আর নেই, এটা শুনেই একেবারে ভেঙে পড়েছি। আমাদের হৃদয়ে সব সময় বেঁচে থাকবেন তিনি। ঈশ্বর ওঁর আত্মার শান্তি দিন। তাঁর পরিবারকে শক্তি দিন। রিপ!”
আরও পড়ুন
নতুন টিজারে ফের এক বার জাদু চালালেন প্রিয়া
তবে এখানেই থেমে থাকেননি প্রিয়া। দু’দিন পরে ফের একটা টুইট। এ বার শ্রী-কে বিদায় জানালেন গানে। খালি গলায় গাইলেন, “ ...দুর যাকে ভি মুঝসে তুম মেরি ইয়াদোঁ মে রহেনা / কভি আলবিদা না কহেনা।” টুইটারে ওই ভিডিও শেয়ার করামাত্রই তাতে লাইক পড়তে শুরু করেছে। ইতিমধ্যেই তার ভিউয়ার সংখ্যা ছাড়িয়েছে ১৪ হাজার। প্রিয়া ফ্যান ক্লাবের এক সদস্য তাতে ক্যাপশনও দিয়েছেন। লিখেছেন, “ইতিহাস সত্যিই কখনও ‘বিদায়’ জানায় না। ইতিহাস বরং বলে ‘ফের দেখা হবে।’ ” বোধহয় তা-ই সত্যি। প্রিয়ার মতো ফ্যানেদের হৃদয়েই বেঁচে থাকবেন শ্রী।
শুনে নিন প্রিয়ার সেই গান
History never really says goodbye. History says, 'See you later. pic.twitter.com/uGnRF0y77m
— 🎬Buzz In The Town 📽️🎞️📺 (@BuzzInTheTown) February 27, 2018