শুধু বলিউড নয়, হলিউডেও এখন পাড়ি জমিয়েছেন প্রিয়ঙ্কা চোপড়া। নিঃসন্দেহে তিনি এখন একজন গ্লোবাল আইকন। তবে যেখানেই থাকুন না কেন, স্বাধীনতা দিবসের সেলিব্রেশন চাই ‘দেশি গার্ল’-এর। তার ব্যতিক্রম হয়নি এ বছরও।
আরও পড়ুন, স্বাধীনতার মানে...কী বলছেন সেলেবরা?
এ দিন ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। সঙ্গে রয়েছে একটি ভিডিও। তেরঙা একটি স্কার্ফ নিয়ে মার্কিন মুলুকে বসে স্বাধীনতা দিবস সেলিব্রেট করছেন নায়িকা।