Advertisement
E-Paper

এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা, প্রিয়ঙ্কার তুতো-বোন মীরা উড়ান সংস্থার কাছে করলেন কোন অন্যায্য আবদার!

এয়ার ইন্ডিয়ার এআই ১৭১ বিমানটি ভেঙে পড়ে অহমদাবাদের মেঘানিনগরে। সেই দেখে ভয় পেয়ে কোন দাবি করলেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো-বোন মীরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ জুন ২০২৫ ১৬:৫৫
Priyanka Chopra cousin meera chopra demands refund cancelling air india flight over safety

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

এক দুঃস্বপ্নের দুপুর যেন। দুপুর ১টা ৪০ মিনিটে এয়ার ইন্ডিয়ার এআই ১৭১বিমানটি ভেঙে পড়ে অহমদাবাদের মেঘানিনগরে। দুর্ঘটনায় পাইলট, কর্মী এবং যাত্রী-সহ ২৪১ জনের মৃত্যু হয়েছে। এমন ঘটনায় ভয় ধরিয়ে দিয়েছে বিমানে নিয়মিত যাতায়াত করা মানুষের মনে। অনেকেই বিমানে আর উঠবেন কি না ভাবতে শুরু করেছেন। এ বার সেই ভয় থেকে এক কাণ্ড ঘটিয়ে বসলেন প্রিয়ঙ্কা চোপড়ার তুতো-বোন মীরা চোপড়া।

প্রিয়ঙ্কার এই বোন নিজেও অভিনেত্রী। সম্প্রতি তাঁর স্বামী দুবাইয়ে য়াওয়ার জন্য এয়ার ইন্ডিয়ার টিকিট কাটেন। কিন্তু অহমদাবাদের ঘটনায় মীরা এতটাই ভয় পেয়েছেন যে, স্বামীর টিকিটের বুকিং শুধু বাতিলই করেছেন তা-ই নয়, টিকিটের মূল্যও ফেরত চাইছেন। মীরার এমন কাণ্ড কারখানা দেখে হাসির রোল নেটপাড়ায়। মীরা নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘১৫ জুন আমার বরের দুবাই যাওয়ার কথা ছিল। কিন্তু আমরা এখন টিকিটটা বাতিল করতে চাই সুরক্ষাজনিত কারণে। কিন্তু এয়ার ইন্ডিয়া আমাদের টাকা ফেরত দিচ্ছে না।’’ মীরার এমন আবদার অনায্য বলেই দাবি করেছেন নেটপাড়ার একাংশ । কেউ বলেছেন, ‘‘বিমানে টিকিটের টাকা তখনই ফেরত দেওয়া হয় যখন তাঁদের তরফ থেকে সেই দিন বিমান বাতিল করা হয়।’’ কেউ আবার বলেছেন, ‘‘আপনি নিজের ইচ্ছেয় টিকিট বাতিল করছেন। উড়ান সংস্থা কেন আপনকে টাকা ফেরত দেবে?’’

Gujarat Plane Crash Priyanka Chopra Meera Chopra
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy