বিমান দুর্ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে যাওয়ার পরে মুখ খুললেন অমিতাভ বচ্চন। বিধ্বংসী দুর্ঘটনায় স্তব্ধ বলিউডের তারকারাও। সলমন খান বাতিল করেছেন তাঁর অনুষ্ঠান। আমির খানের সহযোগী দল থেকে প্রকাশিত হয়েছে বিশেষ বিবৃতি। আর এ বার জানা গেল বর্ষীয়ান তারকার অবস্থা। ঘটনা দেখে কেবল ভগবানের নাম জপছেন তিনি।
বৃহস্পতিবার অহমদাবাদের বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২৪২ জনের। রানওয়ে থেকে বিমান ওড়ার কিছু ক্ষণের মধ্যেই আছড়ে পড়েছিল এআই ১৭১। মুহূর্তে সেই বিমান ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ঘটনায় শঙ্কিত গোটা দেশ। কী ভাবে কয়েক মিনিটের মধ্যে এমন ঘটতে পারে, তা ভেবে উঠতে পারছে না মানুষ। ভেঙে পড়েছেন অমিতাভ বচ্চনও। ঈশ্বরের নাম জপে সমবেদনা জানিয়েছেন তিনি।
‘টি ৫৪১০’ এই সংখ্যার সঙ্গে অমিতাভ লিখেছেন, “হে ভগবান! হে ভগবান! হে ভগবান! স্তব্ধ ও আহত! ঈশ্বর কৃপা করুন। ক্ষতিগ্রস্তদের জন্য হৃদয় থেকে প্রার্থনা করছি।”
আরও পড়ুন:
এই পোস্ট দেখেই অমিতাভের অনুরাগীদের ধারণা, ঘটনায় শোকাচ্ছন্ন তিনি। তাই ঈশ্বরের নাম জপে শান্তির সন্ধান করছেন।
উল্লেখ্য, ঘটনা নিয়ে সমাজমাধ্যমে দুঃখপ্রকাশ করেছেন বলিউডের বহু তারকা। আমির খানের তরফ থেকে লেখা হয়েছে, “এই দুঃখজনক বিমান দুর্ঘটনার জেরে আমরা ভীষণ ভাবে মর্মাহত। এমন বড় ক্ষতির মুহূর্তে নিহতদের পরিবারের প্রতি আমাদের সমবেদনা রইল।” জাহ্নবী কপূর লিখেছেন, “এই ঘটনা ভিতর থেকে নাড়া দিয়েছে, একেবারে স্তব্ধ হয়ে গিয়েছি। এমন কিছু ঘটনা ঘটে যার পরে কথা বলার মতো অবস্থায় থাকে না মানুষ। বিমানের যাত্রী ও কর্মীদের পরিবারের প্রতি সমবেদনা।” অক্ষয় কুমার, শাহরুখ খান, রিতেশ দেশমুখ, পরিণীতি চোপড়াও শোকপ্রকাশ করেছেন।