Advertisement
E-Paper

নিকের সঙ্গে সম্পর্ক ভাল, বোঝাতে কী করলেন প্রিয়ঙ্কা?

বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার পরই জোনাস ভাইদের অনুষ্ঠানে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়ঙ্কা। আটলান্টার অনু‌ষ্ঠানে মঞ্চে যখন নিক, সে সময় দর্শকাসনে বসে প্রিয়ঙ্কার উত্সাহ দেওয়ার ভিডিয়োও ছড়িয়েছিল ওয়েব ওয়ালে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০১৯ ১৪:১১
প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের বিয়ে নাকি ভেঙে যাচ্ছে— এ হেন গুজবে দিন কয়েক ধরে সরগরম ছিল সিনে ইন্ডাস্ট্রি। কিন্তু আপাতত তেমন কোনও আশঙ্কা নাকি নেই। প্রিয়ঙ্কার মুখপাত্রওএই খবরের সত্যতা স্বীকার করেননি। যে মার্কিন ম্যাগাজিনে প্রথম এই খবর প্রকাশিত হয়েছিল, তার বিরুদ্ধে নাকি আইনি ব্যবস্থাও নেবেন প্রিয়ঙ্কা। এ তো গেল তাত্ক্ষণিক প্রতিক্রিয়া। কিন্তু নিকের সঙ্গে সম্পর্ক যে আদৌ নষ্ট হয়নি, সোশ্যাল মিডিয়ায় তা প্রমাণের নাকি আপ্রাণ চেষ্টা করছেন পিগি চপস।

বিচ্ছেদের জল্পনা শুরু হওয়ার পরই জোনাস ভাইদের অনুষ্ঠানে যাওয়ার ছবি সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন প্রিয়ঙ্কা। আটলান্টার অনু‌ষ্ঠানে মঞ্চে যখন নিক, সে সময় দর্শকাসনে বসে প্রিয়ঙ্কার উত্সাহ দেওয়ার ভিডিয়োও ছড়িয়েছিল ওয়েব ওয়ালে। এ বার নিকের বোন এবং ভাইয়ের স্ত্রীর সঙ্গেও নিজের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন নায়িকা। আর সে সব দেখে সিনে মহলের অনেকেরই মনে হচ্ছে, নিকের পরিবারের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে, এ সব সোশ্যাল পোস্টে যেন কারই ইঙ্গিত দিচ্ছেন প্রিয়ঙ্কা।

নিক-প্রিয়ঙ্কার বিচ্ছেদের জল্পনার সময় শোনা গিয়েছিল, নিকের পরিবারের সদস্যরা নাকি প্রিয়ঙ্কার আচরণে একেবারেই খুশি নন। সকলে ভেবেছিলেন, প্রিয়ঙ্কা গুছিয়ে সংসার করবেন। কিন্তু তা নয়, নায়িকা নাকি শুধু পার্টি করতেই ব্যস্ত থাকেন। পাশাপাশি নিকের হয়ে যে কোনও সিদ্ধান্ত তিনিই নেন। একে নিকের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ হচ্ছিল বলেও শোনা যাচ্ছিল। তবে সে সব যে শুধুই জল্পনা, নিকের পরিবারের সঙ্গে ছবি শেয়ার করে যেন সে বার্তাই দিতে চাইছেন প্রিয়ঙ্কা।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, প্রিয়ঙ্কা-নিকের বিচ্ছেদের খবরের আড়ালের সত্যিটা কী?

It’s #thejonai comin atchya!

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

(সেলেব্রিটি ইন্টারভিউ, সেলেব্রিটিদের লাভস্টোরি, তারকাদের বিয়ে, তারকাদের জন্মদিন থেকে স্টার কিডসদের খবর - সমস্ত সেলেব্রিটি গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Priyanka Chopra Nick Jonas Bollywood Celebrities প্রিয়ঙ্কা চোপড়া নিক জোনাস Instagram
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy