Advertisement
E-Paper

প্রিয়ঙ্কা-নিকের বিচ্ছেদের খবরের আড়ালের সত্যিটা কী?

কিছু দিন আগেই মিয়ামিতে ছুটি কাটিয়ে ফিরেছেন দম্পতি। তার পর হঠাত্ই বিচ্ছেদের গুঞ্জন কেন শুরু হল?

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৯ ১৩:৪৪
সত্যিই কি ভেঙে যাবে সম্পর্ক?

সত্যিই কি ভেঙে যাবে সম্পর্ক?

মাত্র তিন মাসের দাম্পত্য। শুরুতেই কি শেষ হয়ে যাবে? প্রিয়ঙ্কা চোপড়া এবং নিক জোনাসের কথা হচ্ছে। তাঁদের দাম্পত্য নাকি ভাঙনের মুখে। এমন জল্পনায় গত দু’দিন ধরে সরগরম ইন্ডাস্ট্রি।

একটি মার্কিন ম্যাগাজিন প্রথম দাবি করে, প্রিয়ঙ্কা এবং নিক নাকি বিবাহ বিচ্ছেদের প্রক্রিয়া শুরু করেছেন। যদিও কোনও তথ্য প্রমাণ দেখাতে পারেনি ওই ম্যাগাজিন। কিন্তু দিনভর চর্চায় ছিল প্রিয়ঙ্কা-নিকের ডিভোর্সের প্রসঙ্গ।

না! এ প্রসঙ্গে প্রিয়ঙ্কা বা নিক কেউই মুখ খোলেননি। বরং সম্পর্ক যে মজবুত রয়েছে, তার প্রমাণ সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর ম্যানেজারও বিচ্ছেদের খবরের সত্যতা অস্বীকার করেছেন।

দেখুন, বিনোদনের নানা কুইজ

নীচের ছবিটি দেখুন। দিন চারেক আগে ইনস্টাগ্রামে শেয়ার করেছেন প্রিয়ঙ্কা। লিখেছেন, ‘দিনগুলো এ ভাবেই বাঁচতে চাই।’

To live for days like this. ❤️ @nickjonas #boatlife

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

সদ্য আটলান্টায় জোনাস ব্রাদার্সের শো-এ হাজির হয়েছিলন প্রিয়ঙ্কা। সে ছবিও ঘটা করে শেয়ার করেছেন। আবার নিক-প্রিয়ঙ্কার ফ্যান ক্লাবের তরফে একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, মঞ্চে অনুষ্ঠান করতে করতেই ইঙ্গিতে দর্শকাসনে থাকা প্রিয়ঙ্কাকে ‘আই লভ ইউ’ বলছেন নিক। বিচ্ছেদের খবর যে শুধুমাত্র গসিপ, সম্পর্ক ঠিকই আছে এ হেন ভিডিয়ো তা প্রমাণেরই চেষ্টা বলে মনে করছেন সিনে মহলের একটা বড় অংশ।

Nick telling his wife “I LOVE YOU” in sign language is probably the cutest thing you’ll see today 😍😭 #nickjonas #priyankachopra #mrandmrsjonas #nickyanka #couplesgoals #love

A post shared by Nick&Priyanka Jonas FC (@nickyanka18) on

কিছু দিন আগেই মিয়ামিতে ছুটি কাটিয়ে ফিরেছেন দম্পতি। তার পর হঠাত্ই বিচ্ছেদের গুঞ্জন কেন শুরু হল?

ওই মার্কিন ম্যাগাজিনের দাবি, ৩৬ বছরের নায়িকা এবং ২৬ বছরের গায়কের মধ্যে নাকি কোনও কিছু নিয়েই মতের মিল হয় না। কাজ, পার্টি, দু’জনের একান্ত সময় কাটানো— সব কিছু নিয়েই নাকি ঝামেলা হয়। এই জুটির ঘনিষ্ঠ অনেকেই মনে করছেন, খুব তাড়াতাড়ি বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এই জুটি। এখন তারই দাম দিতে হচ্ছে।

আরও পড়ুন, জামাই হিসেবে রণবীর কেমন? মুখ খুললেন আলিয়ার মা সোনি

কেন মতের মিল হচ্ছে না প্রিয়ঙ্কা-নিকের? সূত্রের দাবি, বিয়ের পর থেকে নিকের হয়ে যে কোনও সিদ্ধান্ত নাকি প্রিয়ঙ্কাই নিচ্ছেন। নিকের সিদ্ধান্তকে একেবারেই গুরুত্ব দিচ্ছেন না নায়িকা। আর তাতেই নিকের আপত্তি। নিজস্ব মতামত হারিয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে তাঁর। বিয়ের আগে পর্যন্তও তাঁদের সম্পর্কের সমীকরণ এমন ছিল না বলেই দাবি ঘনিষ্ঠদের।

আরও পড়ুন, অন্তর্বাস ছাড়া ফোটোশুটে বাধ্য করেছিলেন পহেলাজ: কঙ্গনা

পরিবারও নিককে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন বলে দাবি ওই ম্যাগাজিনের। তাঁদের নাকি মনে হয়েছিল, প্রিয়ঙ্কা পরিণতমনস্ক। গুছিয়ে সংসার করতে পারবেন। কিন্তু বিয়ের পর তাঁর আচরণ দেখে নিকের পরিবারের অনেকেরই মনে হচ্ছে, আসলে পার্টি করতে সবচেয়ে বেশি পছন্দ করেন প্রিয়ঙ্কা। বয়স ৩৬ হলেও হাবভাব এখনও যেন ২১ বছরের মেয়ের মতোই। যদিও এ সব কারণকে গুজব এবং বিচ্ছেদের খবরকে মিথ্যে বলছেন প্রিয়ঙ্কার ম্যানেজার।

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

Priyanka Chopra Nick Jonas Bollywood Celebrities প্রিয়ঙ্কা চোপড়া নিক জোনাস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy