Advertisement
E-Paper

ভারতীয় খাবার মুখে রোচে না, ধীরে ধীরে খাঁটি আমেরিকান হয়ে উঠছেন প্রিয়ঙ্কা! কটাক্ষের শিকার নায়িকা

গত কয়েক মাস ধরে গুঞ্জন বলিউডে নাকি প্রিয়ঙ্কার প্রত্যাবর্তন হতে চলেছে। তা-ও আবার শাহরুখ খানের বিপরীতে! হঠাৎই অভিনেত্রীর উপর ক্ষুব্ধ নেটাগরিক, দিলেন ‘আমেরিকান’ তকমা।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১০ জুলাই ২০২৫ ১৬:৫৮
Priyanka Chopra trolled for choosing hotdog over Vada pav indian fans calls her pardesi girl

আবার কী করে বসলেন প্রিয়ঙ্কা! ছবি: সংগৃহীত।

বহু বছর হল, তিনি প্রবাসী। ভারত ছেড়েছেন প্রিয়ঙ্কা চোপড়া, তবে রয়েছে যাতায়াত। বলিউডে একসময় কোণঠাসা হয়েই নাকি হিন্দি ছবির জগৎ ছেড়ে পাড়ি দেন হলিউডে। প্রায় দশ বছরের চেষ্টায় সেখানে নিজের কেরিয়ার গড়েছেন প্রাক্তন বিশ্বসুন্দরী। আমেরিকান গায়ক নিক জোনাসের সঙ্গে সে দেশেই সংসার পেতেছেন। ঘরে রয়েছে কন্যা মালতী মেরি।

গত কয়েক মাসে বলিউডে উঠেছে গুঞ্জন, তিনি নাকি বলিউডে প্রত্যাবর্তন করছেন শাহরুখ খানের বিপরীতে। ‘ডন ৩’ ছবিতে! এমনিতেই আন্তর্জাতিক মঞ্চে দেশকে গর্বিত করেছেন একাধিক বার। কিন্তু এ বার প্রিয়ঙ্কার খাবারের পছন্দ তাঁকে ঠেলে দিল বিতর্কের মুখে। অভিনেত্রীর উপর ক্ষুব্ধ নেটাগরিকরা, দিলেন ‘আমেরিকান’ তকমা।

সম্প্রতি নিজের ছবি ‘হেড অফ স্টেট’-এর প্রিমিয়ারে হাজির হন প্রিয়ঙ্কা। সেখানে তাঁকে বেশ কিছু প্রশ্ন করা হয় যেখানে মূলত দুটোর মধ্যে একটা বেছে নিতে হবে তাঁকে। প্রথম জিজ্ঞেস করা হয় কোনটা বেশি পছন্দ তাঁর শিঙাড়া নাকি এমপানাডা? দ্বিতীয়টি স্পেন ও আমেরিকায় বহুল প্রচলিত খাবার। এমপানাডা আসলে শিঙাড়ার মতোই মাংসের পুর ভরা ভাজা খাবার। এই দুই খাবারের মধ্যে অভিনেত্রী কোনওটাকেই এগিয়ে রাখেননি। দু’টি খাবারই তাঁর পছন্দের বলে জানান অভিনেত্রী। তার পর তাঁকে বেছে নিতে বলা হয় বড়া পাও ও হটডগের মধ্যে। প্রিয়ঙ্কা বলেন, ‘‘অবশ্য হট ডগ।’’ অভিনেত্রীর এই মন্তব্যে রুষ্ট হয়েছে অনেকে। কেউ কেউ তাঁকে বলেছেন, ‘‘আমেরিকান হওয়ার চেষ্টা করছেন।’’ কেউ বলেছেন, ‘‘তিনি আর দেশি গার্ল নেই পরদেশি গার্ল হয়ে গিয়েছেন।’’ এই ঘটনায় অবশ্য প্রিয়ঙ্কা কোনও মন্তব্য করেননি।

যদিও প্রিয়ঙ্কা যে ভারতীয় সংস্কৃতিতেই জীবনযাপন করেন, তার প্রমাণ তিনি প্রায়ই রাখেন নিজের সমাজমাধ্যমে। মেয়ের সঙ্গে দীপাবলি পালন করেন। সেখানে নিক জোনাসকেও দেখা যায় ভারতীয় পোশাকে সাজতে। আবার কখনও মেয়ে রুটি বেলছে দিদিমার সঙ্গে, এমন ভিডিয়োও ভাগ করে নেন।

Priyanka Chopra Jonas Bollywood Actress
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy