কম্প্রোমাইজ শব্দটাই নেই তাঁর অভিধানে। সে প্রফেশন হোক বা পার্সোনাল লাইফ। কোথাও বিন্দুমাত্র আপোষ করতে চান না। তিনি প্রিয়ঙ্কা চোপড়া। এ বার জানালেন, তাঁর এক সুপ্ত ইচ্ছের কথা। সেটা কী জানেন? অনেক সন্তানের মা হতে চান নায়িকা!
প্রিয়ঙ্কার কথায়, ‘‘প্রফেশনাল লাইফে আমি কোনও স্টিরিওটাইপ চরিত্রে অভিনয় করতে চাই না। আমি চাই দর্শক আমাকে প্রথম সারির অভিনেত্রী হিসেবেই মনে রাখুন। তেমনই আমার একটা সুপ্ত ইচ্ছাও আছে। আমি অনেক সন্তানের মা হতে চাই। আর এই ইচ্ছের সঙ্গে কোনও সমঝোতা করতে চাই না।’’
মা তো হতে চান, কিন্তু সেই সন্তানদের বাবা হবেন কে? সাংবাদিকরা প্রশ্নটা করলে বেশ লজ্জা পেয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘‘সঠিক মানুষকে আমি এখনও খুঁজছি। আর সেটা খুব গুরুত্বপূর্ণ।’’
আরও পড়ুন, উদয়ের জন্য ভারত ছাড়ছেন নার্গিস!