ক্যামেরা নিয়ে খেলতে ভালবাসেন তথাগত ঘোষ। সুন্দরী নায়িকারা তাঁর ক্যামেরা সঙ্গিনী। কিছু দিন আগেই রাইমা সেনকে বন্দি করেছিলেন তিনি। এ বার স্বচ্ছ্ব বিকিনি পোশাকে প্রিয়ঙ্কা সরকার ধরা দিলেন চিত্রগ্রাহকের ক্যামেরায়। রাইমার মতোই নিমেষে সেই ছবিও ভাইরাল। তথাগত ইনস্টাগ্রামে ছবি ভাগ করে নিয়েছেন নিজেই। মন্তব্যও চোখে পড়ার মতো, ‘এ যেন সমুদ্রের গান, গর্জন। যা নিয়ে খেলা করা যায় অনায়াসেই....!’ সমুদ্র পাড়ে স্বল্পবাসে মোহময়ী অভিনেত্রীকে দেখতে ইতিমধ্যেই ভিড় জমিয়েছেন হাজার দু’য়েক নেটাগরিক।
প্রিয়ঙ্কা-তথাগতর ‘বিশেষ রসায়ন’ অনেক দিন ধরেই আলোচনার বিষয়। প্রিয়াঙ্কা যদিও সাফ জানিয়েছেন তথাগতর সঙ্গে তাঁর বন্ধুত্বের সম্পর্ক।