গায়ে গলুদ, মেহন্দি, নাচ-গানে সাত পাক ঘুরলেন পূজা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল বর্মা। বিয়েতে বিশেষ অতিথি তাঁদের এক বছরের সন্তান, কৃশিব। অন্তঃসত্ত্বা হওয়ার খবর পেয়েই খাতায় কলমে আইনি বিয়ে সেরেছিলেন পূজা-কুণাল। কিন্তু তাতে মন ভরেনি বঙ্গতনয়া পূজার। আনুষ্ঠানিক বিয়ের জমজমাটি আমেজ পেতে তাই সোমবার গোয়ার সমুদ্রসৈকতে চার হাত এক হল তাঁদের।
কলকাতা থেকে অনীক ধর, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেনের মতো তারকারাও উপস্থিত ছিলেন তাঁদের বন্ধুর বিয়েতে। বন্ধুদের ভূমিকা পালনে কোনও খামতি রাখেননি তাঁরা। সময় মতো প্রতিটি মুহূর্তের ছবি পোস্ট করছেন তাঁরা।