পহেলগাঁও ঘটনার পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। ঘটনার পর থেকে বদলে গিয়েছে দুই দেশের সমীকরণ। দিলজিৎ দোসঞ্জের ছবি ‘সর্দারজি ৩’-এ অভিনয় করার কথা ছিল পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরের। কিন্তু পহেলগাঁও কাণ্ডের পরে সেই ছবি থেকে বাদ পড়তে হয়েছে হানিয়াকে। তাঁর বদলে ভারতেরই কোনও অভিনেত্রীকে সেই চরিত্রে দেখা যাবে বলে জানা গিয়েছে। কিন্তু দিলজিৎ হানিয়ার ছবি ভাগ করে নেন। তার পরেই প্রশ্ন উঠছে, ছবিতে কি হানিয়াই অভিনয় করছেন?
ছবির শুটিং সেটের পর্দার পিছনের বেশ কিছু ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন দিলজিৎ। সেই সব ছবি খুঁটিয়ে দেখেছেন পঞ্জাবি গায়ক তথা অভিনেতার অনুরাগীরা। তাঁদের নজর কিছুই এড়ায় না। ছবিতে তাঁরা খুঁজে বার করেছেন হানিয়া আমিরকে। দিলজিতের ভাগ করে নেওয়া প্রথম ছবিতে অভিনেত্রী নীরু বাজওয়ার পিছনে দাঁড়িয়ে রয়েছেন হানিয়া। এমনই মত নেটাগরিকের। তাঁর দুটো চোখ ও ছোট করে কাটা চুলটুকুই সেই ছবিতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন:
দিলজিৎ এমন কোনও ছবি ভাগ করেননি, যেখানে হানিয়ার মুখ স্পষ্ট দেখা যাচ্ছে। আর একটি ছবিতে দিলজিতের বাহুডোরে এক অভিনেত্রীকে দেখা যাচ্ছে। অভিনেত্রীর পরনে কালো রঙের শাড়ি ও ব্লাউজ়। পিছন ফিরে রয়েছেন তিনি। অবয়ব ও চুলের ছাঁট দেখে নেটাগরিকের ধারণা, তিনি হানিয়া আমির। এই ছবি দেখে সঙ্গে সঙ্গে নেটাগরিক প্রশ্ন তুলতে শুরু করেন, “পহেলগাঁও কাণ্ডের পরেও ভারতের ছবিতে পাকিস্তানি অভিনেত্রী কাজ করছেন?” এই প্রশ্নের অবশ্য কোনও উত্তর দিলজিৎ নিজে দেননি ।