বক্স অফিস দিন গুনছিল। সঙ্গে তাঁর অগণিত ভক্তরাও। অবশেষে পূর্ণ হল সেই স্বপ্ন। আলিয়া ভট্ট অভিনীত ‘রাজ়ি’ ১৮ দিনে একশো কোটির ক্লাবে নাম লিখিয়ে ফেলল। ‘টু স্টেটস’, ‘বদ্রীনাথ কী দুলহনিয়া’র পরে এটি আলিয়ার তৃতীয় ছবি যা বক্স অফিসের কাঙ্ক্ষিত নম্বর আদায় করে ফেলল।
এই সাফল্য অন্য দিক থেকেও গুরুত্বপূর্ণ। কারণ এটা কোনও ফ্র্যাঞ্চাইজ়ি ছবি নয়। উপরন্তু এটি একটি মহিলাকেন্দ্রিক ছবি। তাই সব দিক থেকেই এই ছবির সাফল্য ইতিবাচক।
এই ছবির দৌলতেই একশো কোটি ক্লাবের সদস্য হয়ে উঠলেন ভিকি কৌশলও। অভিনয় দক্ষতা প্রথম ছবি ‘মসান’-এ প্রমাণ করে দিয়েছিলেন তিনি। তবে বাণ্যিজিক ভাবেও তিনি যে নির্ভরযোগ্য, তা-ও প্রমাণ করে দিলেন।