সানি লিওনের ভক্ত তিনি। মিনিস্কার্ট পরা ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পছন্দ করেন। তিনিই আবার স্বঘোষিত ধর্মগুরু। মনে পড়ছে বছর তিনেক আগে হঠাত্ করেই লাইমলাইটে আসা রাধে মাকে? সেই রাধে মা ফের ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এ বার ভাইরাল হওয়ার কারণ রাধে মা-র নাচ। জয়পুরের একটি বিয়ের অনুষ্ঠানে এই স্বঘোষিত ধর্মগুরুর নাচের ভিডিও আপাতত ভাইরাল।
একটি নিউজ পোর্টালের খবর অনুযায়ী, মুম্বইয়ের জনপ্রিয় মিষ্টি ব্যাবসায়ী জনৈক মনমোহন গুপ্তর নাতনির বিয়ের অনুষ্ঠানে নাচেন রাধে মা। উজ্জ্বল লাল গাউন পরে তাঁর নাচ দেখে চমকে গিয়েছে সোশ্যাল অডিয়েন্স।
আরও পড়ুন, ‘বেডরুম’-এর পর ‘তৃতীয় অধ্যায়’-এ ফিরছেন আবির-পাওলি
রাধে মা-র প্রকৃত নাম সুখিন্দর কউর। কখনও তাঁর বিরুদ্ধে ভক্তদের সঙ্গে অশ্লীল নাচের অভিযোগ উঠেছে। কখনও পণের জন্য গৃহবধুকে মানসিক অত্যাচারেরও অভিযোগ উঠেছে। কখনও ভক্তদের আয়োজিত সভায় চটুল বলিউডি গানে পা মেলাতে দেখা যায় তাঁকে। কখনও বা তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে পুরুষ ভক্তদের কোলে উঠে আলিঙ্গন করার। কখনও বা প্রসাদ বিতরণের সময় ‘অশ্লীলতার ছোঁয়া’ থেকে যায় বলে গুঞ্জন ওঠে। এ বার বিয়ে বা়ড়িতে নেচে ভাইরাল রাধে মা।