মা হওয়া নিয়ে নাকি অতিরিক্ত আবেগ নেই তাঁর! বরং জীবনটাকে জীবনের মতো করেই দেখতে চান রাধিকা আপটে। সোমবার গভীর রাতেই তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন একটি ছবি। তা এক দিকে যেমন এক নতুন মায়ের লড়াইয়ের, তেমনই এক মহিলার নিজের মতো করে বাঁচতে চাওয়ার। মঙ্গলবার বিকেলেই তিনি সমাজমাধ্যমে ভাগ করে নিলেন তাঁর ভালবাসার কথা।
আসলে মঙ্গলবারই রাধিকার স্বামী বেনেডিক্ট টেলরের জন্মদিন। ভালবাসার মানুষকে শুভেচ্ছা জানিয়ে রাধিকা ভাগ করে নিয়েছেন একটি ছবি, যেখানে মুঠো পাকিয়ে রেখেছে তাঁর মেয়ে। আর সেই মুঠোতেই নিজের মুঠো নিয়ে গিয়ে ঠেকিয়ে রেখেছেন ব্রিটিশ সঙ্গীতশিল্পী বেনেডিক্ট টেলর। বাবা-মেয়ের এই মিষ্টি ছবির সঙ্গে রাধিকা লিখেছেন, “বড় হাতের মানুষটিকে জন্মদিনের শুভেচ্ছা। আমরা তোমাকে খুব ভালবাসি এবং আমাদের খুবই সৌভাগ্য যে তোমাকে পেয়েছি।” বোঝাই যাচ্ছে, নিজের সঙ্গেই জুড়ে নিয়েছেন ছেলের বক্তব্য। হ্যাশট্যাগে রাধিকা লিখেছেন ‘ফেভরিট পারসন’ (প্রিয় মানুষ) শব্দবন্ধও। অভিনেত্রীর পোস্টে তাঁর অনুরাগীরাও শুভেচ্ছা জানিয়েছেন বেনেডিক্টকে। এক অনুরাগী সঙ্গীতশিল্পীকে উল্লেখ করেই লিখেছেন, “শুভ জন্মদিন পাপা।”
২০১১ সালে ব্রিটিশ সঙ্গীতশিল্পী এবং সুরকার বেনেডিক্ট টেলরের সঙ্গে লন্ডনে একত্রবাস শুরু করেন রাধিকা। পরে জানা যায় ২০১২-১৩ সাল নাগাদ তাঁরা আইনি বিয়ে সারেন। এর প্রায় ১২ বছর পর, ২০২৪ সালে মা হয়েছেন রাধিকা। যদিও তাঁর আভাস সমাজমাধ্যমে একেবারেই রাখেননি। গত অক্টোবরে আচমকা লন্ডনের এক চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় ধরা দেন তিনি, স্ফীতোদর নিয়ে। তখনই জানা যায়, অভিনেত্রী আসন্নপ্রসবা। তার কিছু দিনের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দেন, সে খবর অনুরাগীদের জানান ইনস্টাগ্রামেই।