নতুন বছরে ছবি পরিচালনায় হাত দিতে চলেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। রবিবার ‘দাদাগিরি ৯’-এ এসে এই রহস্য ফাঁস করেছেন অভিনেতা নিজেই। সাক্ষী অনুষ্ঠানের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় এবং অংশগ্রহণকারী সুদীপা চট্টোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, জোজো মুখোপাধ্যায়, সাহেব চট্টোপাধ্যায়-রা। জি বাংলায় প্রশ্নোত্তরের এই অনুষ্ঠানে আগেও চার বার যোগ দিয়েছেন রাহুল। সৌরভের কথায়, ‘‘রাহুল খুব মনোযোগী অংশগ্রহণকারী। কোনও বার খেলতে এসে ফাঁকি দেন না।’’
৩১ অক্টোবর ধারাবাহিক ‘দেশের মাটি’-র শেষ সম্প্রচার। রাহুল তাতে ‘রাজা’র ভূমিকায়। বিপরীতে রুকমা রায় ওরফে ‘মাম্পি’। মাত্র ২৩৫ পর্বেই প্রচণ্ড জনপ্রিয়তা কুড়িয়েছে এই জুটি। ফেসবুক, ইনস্টাগ্রামে তাঁদের নামে ‘রাজমা’, ‘রাম্পি’ গ্রুপও খুলে গিয়েছে। সে সব ছাপিয়ে কী ভাবে প্রকাশ্যে এল অভিনেতার পরিচালক হওয়ার খবর?
অনুষ্ঠান বলছে, ‘দাদা’কে নিয়ে লেখা একটি গল্প পড়ে শোনান রাহুল। ‘দাদা’ ওরফে সৌরভ গঙ্গোপাধ্যায় তখনই সেই লেখার প্রশংসা করেন। জানতে চান, রাহুল বাংলা ছবির জন্য গল্প বা চিত্রনাট্য লিখছেন কিনা। পর্দার ‘রাজা’ তখন সকলের সামনেই বলেন, ‘‘একটি চিত্রনাট্য লিখেছি। আমিই পরিচালনা করব। ইচ্ছে আছে, নতুন বছরে নতুন ভাবে কাজ শুরু করব।’’