প্রায় দু’দশক বৈবাহিক সম্পর্কে রয়েছেন অভিষেক বচ্চন ও ঐশ্বর্যা রাই। কিন্তু মাঝেমাঝেই ওঠে তাঁদের বিচ্ছেদের গুঞ্জন। বার বারই সেই জল্পনায় জলে ঢেলেছেন তাঁরা। এ বারও প্রায় তেমনই ঘটছে। গত এক বছর ধরে চলা জল্পনার মধ্যেই সম্প্রতি এক বিয়েবাড়িতে কন্যা আরাধ্যা বচ্চনের সামনে নেচেছেন অভিষেক এবং ঐশ্বর্যা। তা-ও আবার ‘কাজরা রে’ গানে। স্মৃতির সাগরে ডুব দিয়েছেন অনুরাগীরাও।
আরও পড়ুন:
সেটা ২০০৫ সাল, তখনও বিয়ে হয়নি তারকা দম্পতির। বিয়ের আগেই বড় পর্দায় শ্বশুর এবং স্বামীর সঙ্গে এই এই ‘আইটেম সং’-এ নেচেছিলেন ঐশ্বর্যা। ছবির নাম ‘বান্টি অউর বাবলি’। এত বছর পর ফের স্বামীর সঙ্গে একই গানে তাল মেলালেন। কিন্তু আগের সমীকরণ খানিক ম্লান? দম্পতি হিসেবে কেমন তাঁদের বর্তমান রসায়ন? জানালেন গায়ক রাহুল।
বিয়েবাড়িতে অতিথিদের বিনোদনের জন্যে গান গাইছিলেন জনপ্রিয় গায়ক রাহুল বৈদ্য। ঢোলের তালে ‘কজরা রে’ গাইছিলেন তিনি। রাহুলের পাশে দাঁড়িয়েছিলেন অভিষেক এবং ঐশ্বর্যা। তাঁদের মাঝে দাঁড়িয়ে আরাধ্যা। রাহুলের গানের সঙ্গে হাততালি দিয়ে নেচে উঠলেন বচ্চন দম্পতি। বাবা-মাকে সঙ্গ দিতে হাততালি দিয়ে নেচে উঠল আরাধ্যাও। এই ভিডিয়োটি রাহুল তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করেছেন। পাশাপাশি অভিষেক ও ঐশ্বর্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘‘আমি আসলে অভিষেকে ভাইয়ের বড় অনুরাগী। বড্ড সৎ মানুষ। এতগুলো বছর ধরে অভিষক ভাই ও ঐশ্বর্যাজি যে ভাবে নিজেদের জনসমক্ষে ধরে রেখেছেন সেটা প্রশংসনীয়। একেবারে ঘরোয়া ও ব্যক্তিগত স্তরের একটা অনুষ্ঠানে গাইছিলাম।” তিনি জানিয়েছেন, সেই সময় অভিষেক নিজে এসে হাত মেলালেন তাঁর সঙ্গে। আসেন ঐশ্বর্যা, আরাধ্যাও। তাঁদের দেখেই ‘কাজরা রে’ গান ধরেন রাহুল। তবে রাহুলের আক্ষেপ অভিষেকের জন্য যে গান গেয়েছেন তার সব ক’টির ভিডিয়ো নেই।