প্রেমে পড়েছেন রাজ চক্রবর্তী। নতুন করে ভালবাসছেন তিনি। এক সুন্দরী মহিলার প্রেমে দিন কাটছে তাঁর। সেই মহিলা রাঁধেন, আবার চুলও বাঁধেন। তিনি সংসার সামলান, তিলে তিলে বড় করে তোলেন সন্তানকে। প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে রান্নাঘরে গিয়ে রান্না করেন। সেই একই মানুষ আবার ক্যামেরার সামনে দাঁড়ান। পরিচালক ‘অ্যাকশন’ বলতেই সহস্র অনুরাগীর মনে ঝড় তোলেন তিনি। অনায়াসে সাফাল্য এনে দেন বক্স অফিসে। রাজ বুঁদ সেই শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমে।
বিয়ের বয়স তিন পেরিয়েছে। গত সেপ্টেম্বর থেকে অভিভাবক হিসেবে জীবনের নতুন অধ্যায় শুরু করেছেন। তবুও রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের প্রেমের রং অমলিন।