দেব আর রুক্মিণীর সম্পর্কটা এখন ইন্ডাস্ট্রির ‘ওপেন সিক্রেট’। এক সঙ্গে রাজ চক্রবর্তীর ‘চ্যাম্প’-এ প্রথম বার অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে। এটাই রুক্মিণীর ডেবিউ ফিল্ম। মডেলিং জগতে তিনি পরিচিত মুখ। এই ছবির মাধ্যমেই টলিউডে এন্ট্রি নিতে চলেছেন। আপাতত চলছে ছবির ডাবিংয়ের কাজ। সম্প্রতি সেখানেই লুকিয়ে রুক্মিণীর একটি ভিডিও তোলেন পরিচালক। তার পর তা আপলোড করে দেন সোশ্যাল মিডিয়ায়। যা দেখে নাকি বেশ রেগেই গিয়েছেন দেব!
ঘটনাটি ঠিক কী?