Advertisement
E-Paper

মসজিদের নীচ থেকে উদ্ধার দেবমূর্তি! মেরুকরণ প্রসঙ্গেই কি ছাড়পত্র পাচ্ছে না রজতাভের ‘কাল্পনিক’?

শেষ মুহূর্তে আটকে গেল ছবিমুক্তি। মিলছে না সেন্সর বোর্ডের ছাড়পত্র। কিন্তু কেন?

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৫:২১
‘কাল্পনিক’ ছবির দৃশ্যে রজতাভ ও শতাক্ষী।

‘কাল্পনিক’ ছবির দৃশ্যে রজতাভ ও শতাক্ষী। ছবি: সংগৃহীত।

মসজিদের নীচে মাটি খুঁড়ে উদ্ধার দেবমূর্তি! তার পর পরিস্থিতি মোড় নেবে কোন দিকে— তা নিয়েই রজতাভ দত্ত অভিনীত ‘কাল্পনিক’ ছবিটি। বেশ কয়েকটি চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই দেখানো হয়েছে। সম্প্রতি পুরুলিয়াতে একটি বিশেষ প্রদর্শনও হয়েছে ‘কাল্পনিক’-এর। সেখানে বিপুল সাড়াও পেয়েছে ছবিটি। আগামী ১১ জুলাই এই ছবি মুক্তি পাওয়ার কথা ছিল প্রেক্ষাগৃহে। কিন্তু শেষ মুহূর্তে আটকে গেল মুক্তি। মিলছে না সেন্সর বোর্ডের ছাড়পত্র। কিন্তু কেন?

আমেরিকা নিবাসী অর্ক মুখোপাধ্যায়ের প্রথম ছবি এটি। তিনি মূলত এক বহুজাতিক সংস্থার কর্মী। ছবি তৈরি তাঁর নেশা। অর্ক জানান, এই মুহূর্তে ‘কাল্পনিক’-এর মুক্তির জন্যই তিনি কলকাতায়। যদিও শেষ পর্যন্ত ছবিটা মুক্তি পাচ্ছে না। কিন্তু ঠিক কোন কারণে ছবিটিকে মুক্তি দেওয়া সম্ভব নয়, তা লিখিত ভাবে এখনও পরিচালককে জানায়নি সেন্সর বোর্ড। পরিচালকের অনুমান, ছবিতে রয়েছে বেশ কয়েকটি বাস্তব ঘটনার প্রতিফলন। সরাসরি না হলেও, দর্শক বাস্তবের কিছু ঘটনার সঙ্গে মিল খুঁজে পেতে পারেন। তাতেই জটিলতা তৈরি হয়েছে।

ছবিতে ধর্মীয় মেরুকরণের প্রসঙ্গ রয়েছে। অর্ক বলেন, “সম্পূর্ণ রাজনৈতিক একটি ছবি। আমাদের ছবির ক্যাপশনেও সেটা উল্লিখিত রয়েছে। তবে ছবিতে কোনও দল, বা রাজনৈতিক রং ব্যবহার করা হয়নি। ছবিতে হিংসা বা নগ্নতার মতো বিষয়ও নেই। সরাসরি দলীয় রাজনীতির বিষয় না থাকলেও, চার পাশে যা ঘটছে, তার প্রতিফলন রয়েছে এই ছবিতে। আমরা ক্রমশ মেরুকরণের দিকে এগিয়ে চলেছি। তার প্রতিফলন রয়েছে এই ছবিতে। মেরুকরণের জন্য আদতে রাজনৈতিক দলগুলিই সুবিধাপ্রাপ্ত হয়, সেই বার্তা দেবে এই ছবি।”

ছবির শুটিংয়ে রজতাভ ও অর্ক।

ছবির শুটিংয়ে রজতাভ ও অর্ক।

গবেষণার মাধ্যমে চারপাশের ঘটনার চিত্রায়ণ করেছেন অর্ক। বাবরি মসজিদের ঘটনার ইঙ্গিত রয়েছে এই ছবিতে? সেই প্রসঙ্গে পরিচালক বলেন, “সরাসরি কোনও ঘটনাই তুলে ধরা হয়নি। মসজিদের তলা থেকে মূর্তি উদ্ধার করা হয়, সেখান থেকে মেরুকরণ শুরু। এমন একটি ঘটনা রয়েছে। কিন্তু সরাসরি কোনও রাজনৈতিক দলের কথা বলা হয়নি।”

তবে এ ছাড়াও আরও একটি বিষয় নিয়ে সমস্যা তৈরি হতে পারে বলে পরিচালকের অনুমান। তিনি বলেছেন, “মৌখিক ভাবে কথা বলে মনে হয়েছে, হিন্দিভাষীদের ভাবাবেগে আঘাত লাগতে পারে।”

ছবির জন্যই এই মুহূর্তে কলকাতায় অর্ক। কিন্তু ছবিমুক্তি আটকে যাওয়ায় বুঝে উঠতে পারছেন না, কবে আবার আমেরিকা ফিরবেন। তবে লিখিত ভাবে সেন্সর বোর্ড থেকে নির্দিষ্ট আপত্তি তুলে ধরা হয়নি। কেবল একটি ই-মেল মারফত পরিচালককে বলা হয়েছে, ছবিটি পুনর্বিবেচনা করার জন্য মুম্বইয়ে পাঠানো হয়েছে। ছবিতে রজতাভ দত্ত ছাড়াও অভিনয় করেছেন শতাক্ষী নন্দী।

Rajatava Dutta Satakshi Nandy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy