Advertisement
২৫ এপ্রিল ২০২৪
Entertainment News

ওয়েব সিরিজ়েই মন রাজীব খান্ডেলওয়ালের

ছোট পর্দায় জনপ্রিয়তা পেলেও এখন আর সেখানে কাজ করতে চান না রাজীব খান্ডেলওয়ালযে ছোট পর্দা তাঁকে পরিচিতি দিয়েছিল, তার প্রতি এত অনীহা কেন রাজীবের?

রাজীব

রাজীব

তানিয়া রায়
কলকাতা শেষ আপডেট: ০৯ মার্চ ২০২০ ০১:৫৯
Share: Save:

দীর্ঘদিন ধরে কোনও সিরিয়াল আকর্ষণ করে না তাঁকে। আর একঘেয়ে চরিত্রে অভিনয়? নৈব নৈব চ। যে কারণে ‘রিপোর্টার্স’ করার পর থেকে কোনও সিরিয়ালে দেখা যায়নি রাজীব খান্ডেলওয়ালকে। তবে ‘জজ়বাত’-এ সঞ্চালকের ভূমিকায় দেখা গিয়েছিল তাঁকে। ‘রগ রগ মে গঙ্গা’ নামে নিজের একটি ট্রাভেল শো-ও করেছিলেন।

কিন্তু যে ছোট পর্দা তাঁকে পরিচিতি দিয়েছিল, তার প্রতি এত অনীহা কেন? ‘‘ছোট পর্দায় কাজ করতে আমার সমস্যা নেই। ভাল স্ক্রিপ্ট হলে আমি এখনও কাজ করব। তবে বছরের পর বছর ধরে যে গল্পগুলো চলতে থাকে, সেখানে নতুন কিছু খুঁজে পাই না। তাই একঘেয়ে লাগে। হয়তো সেই সিরিয়ালটা খুবই জনপ্রিয়। কিন্তু একজন অভিনেতা হিসেবে নিজেকে ব্যর্থ মনে হয়। নতুন কোনও মোটিভেশন থাকে না আর,’’ উত্তর রাজীবের। ‘কহিঁ তো হোগা’ সিরিয়ালটি যখন জনপ্রিয়তার শিখরে, সে সময়ে তা ছেড়ে বেরিয়ে এসেছিলেন রাজীব। আবার ‘লেফট রাইট লেফট’-এর ক্ষেত্রেও প্রায় একই ঘটনা। হাসতে হাসতে রাজীব বললেন, ‘‘আমাকে তাই এখন কেউ ডেলিসোপের প্রস্তাব দিতেও ভয় পায়।’’

সম্প্রতি ‘মর্জ়ি’ নামে নতুন ওয়েব সিরিজ়ে কাজ করছেন রাজীব। মুম্বইয়ে তারই প্রচারে এসে সাফ বললেন, ‘‘জানেন, আমার মনে হয় ইদানীং ডেলিসোপগুলো আগের মতো আর জনপ্রিয় নয়। আগে যদি ১০০ জন দেখতেন, এখন ৭০ জন দেখেন। কিন্তু টিআরপি হয় মোট কত জন দেখছেন, তার গড়ের উপরে। তাই কত দর্শক ডেলিসোপ থেকে সরে আসছেন, সেই হিসেব কেউ রাখেন না। নতুন প্রজন্মের ক’জন সিরিয়াল দেখেন বলুন তো?’’

আরও পড়ুন: এক কামরার ভাড়া বাড়ি, শিঙাড়া বেচতেন বাবা, গরিব পরিবার থেকে উঠে আসা এই মেয়ে আজ হিট গায়িকা

নতুন কোনও ছবিতে কি দেখা যাবে তাঁকে? একটু যেন ভেবে নিয়েই রাজীব উত্তর দিলেন, ‘‘কথা তো চলছেই। তবে ‘মর্জ়ি’ এখন আমার একমাত্র ফোকাস।’’ ‘আমির’-এর পর রাজীবের আর কোনও ছবি বক্স অফিসে সে ভাবে সাড়া ফেলেনি। আফসোস আছে? মাথা নেড়ে বললেন, ‘‘নাহ, নেই। আমি কোনও ছবিতেই সে ভাবে রোম্যান্টিক চরিত্রে অভিনয় করিনি। যদিও আমার কেরিয়ার শুরু হয়েছিল ‘লাভার বয়’ ইমেজ দিয়ে। প্রথম ছবি ‘আমির’-এ সেটা আমি ভেঙেছি। আসলে নিজেকে কোনও ইমেজে বেঁধে রাখতে চাইনি। ‘আমির’, ‘শয়তান’, ‘টেব্‌ল নম্বর টোয়েন্টি ওয়ান’, ‘ফিভার’... একটি ছবিতেও আমার চরিত্র রোম্যান্টিক নয়। ভাল কাজ করতে চেয়েছি। এমন চরিত্রে অভিনয় করতে চেয়েছি, যেটা করে তৃপ্তি পাব। বাকিটা তো দর্শকের উপরে।’’

ওয়েব সিরিজ়গুলোর দৌলতে এখন অভিনেতাদের হাতে কম-বেশি কাজ থাকছে। রাজীবও এর আগে ‘হক সে’, ‘কোল্ড লস্যি অউর চিকেন মসালা’ ওয়েব সিরিজ় দু’টিতে কাজ করেছেন। তবে বলিউডে জোর গুঞ্জন, বড় পর্দার প্রস্তাব পাচ্ছেন না রাজীব। তাই মন দিয়েছেন ওয়েব সিরিজ়েই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajeev Khandelwal Bollywood Celebrities
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE