পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরলের পরে এ বার রাজ্যপাল বনাম রাজ্য সরকার সংঘাত বিরোধী শাসিত আর এক রাজ্য কর্নাটকে। বুধবার সে রাজ্যের রাজ্যপাল থাওয়রচন্দ গহলৌত সরাসরি রাজ্য আইনসভার যৌথ অধিবেশনে (সে রাজ্যে বিধানসভার পাশাপাশি বিধান পরিষদও রয়েছে) সূচনা-বক্তৃতা না দেওয়ার কথা ঘোষণা করেছেন।
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ওই অধিবেশন। প্রথা মেনে কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারের তরফে রাজ্যপালের জন্য সে সূচনা-বক্ততার খসড়া তৈরি করা হয়েছে তাতে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি আইনের পরিবর্তে ভিবি জি রাম জি প্রকল্প চালু করা নিয়ে ‘বিরূপ মন্তব্য’ রয়েছে। সূত্রের খবর, এই বিষয়টি নিয়েই আপত্তি তুলেছেন মধ্যপ্রদেশের প্রাক্তন বিজেপি নেতা থাওয়রচন্দ। তবে আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে রাজ্যপাল বা তাঁর সচিবালয় কিছু জানায়নি।
আরও পড়ুন:
রাজ্য আইনসভার যৌথ অধিবেশনের সূচনা ভাষণ দিতে কর্নাটকের রাজ্যপালের এই অস্বীকৃতি নিয়ে তৎপর হয়েছে কর্নাটকের কংগ্রেস সরকার। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার নির্দেশে বুধবার রাতে সে রাজ্যের মন্ত্রীদের একটি দল রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রতিনিধিদলের নেতৃত্বে থাকবেন কর্নাটকের আইন এবং পরিষদীয়মন্ত্রী এইচকে পাতিল। রাজভবন থেকে বেরিয়ে পাতিল জানান, রাজ্যপাল ভাষণের ১১টি অনুচ্ছেদের বিষয়ে আপত্তি জানিয়েছেন, যার মধ্যে ‘মনরেগা’র নাম বাতিল করার কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করা কিছু অনুচ্ছেদও রয়েছে।