Advertisement
১৬ মে ২০২৪

চেন্নাইয়ের পাশে আছি, জন্মদিনে উল্লাস চান না রজনী-দিলীপ

নিজের জন্মদিনে এ বছর আর কোনও উৎসব চান না রজনীকান্ত! ভক্তদের এমনটাই অনুরোধ করছেন দক্ষিণী সুপারস্টার। আগামী শনিবার ৬৪-তে পা দেবেন সাউথ-গড। কিন্তু, জন্মদিন পালনে উৎসাহ নেই তাঁর। একই কথা বলেছেন দিলীপ কুমারও।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৫ ১৮:১৫
Share: Save:

নিজের জন্মদিনে এ বছর আর কোনও উৎসব চান না রজনীকান্ত! ভক্তদের এমনটাই অনুরোধ করছেন দক্ষিণী সুপারস্টার। আগামী শনিবার ৬৪-তে পা দেবেন সাউথ-গড। কিন্তু, জন্মদিন পালনে উৎসাহ নেই তাঁর। একই কথা বলেছেন দিলীপ কুমারও।

শতকের চেয়ে বড় বন্যার কবলে পড়ে ভাসছে চেন্নাই। চলছে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নাগরিক সমাজ। হাত বাড়িয়েছেন ফিল্ম দুনিয়ার খ্যাতনামা তারকারাও। এমন সময়ে পিছিয়ে কি থাকতে পারেন দক্ষিণের দেবতা! আর, এই দুঃসময়ে চেন্নাইয়ের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে থাকতেই এই অনুরোধ রজনীর। রজনীর মতো একই পথে হেঁটেছেন দিলীপ কুমার। টুইট করে তিনি জানিয়েছেন, “চেন্নাইয়ের ট্র্যাজেডি বহু মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। খুবই ব্যথিত হয়েছি আমি। তাই জন্মদিনের কোনও উৎসব করব না বলে ঠিক করেছি।”

কমবেশি হইহল্লোড় ছাড়ুন, ফ্যানেদের কাছে রজনীর জন্মদিন পালন রীতিমতো প্রথায় পরিণত হয়েছে। তা সে প্রমাণ সাইজের কাটআউটে কলসি কলসি দুধ ঢেলেই হোক বা তাঁর ছবির সামনে প্রদীপ জ্বালিয়ে পুজো করা। শুধু কি তা-ই, মণ্ডপ সাজিয়ে তাঁর ছবির গান বাজিয়ে উল্লাসে মাতেন ফ্যানেরা। তবে, এ বছরটা এ সব করতে নিষেধ করেছেন তিনি। কিন্তু কেন? তা জানিয়েছেন রজনী নিজেই। চেন্নাই বিপর্যয়ের পর আর মন নেই মাত্রছাড়া উৎসব করে জন্মদিন পালনে। এমনকী, নিজের পরবর্তী ছবি ‘এনথিরন-২’ নিয়েও যাবতীয় অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছেন রজনী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Rajinikanth birthday celebrations
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE