রাখি সবন্ত মানেই ড্রামা। রাখি সবন্ত মানেই বিতর্ক। কিন্তু যত বিতর্কই হোক না কেন, আপনি রাখিকে উপেক্ষা করতে পারবেন না। আর রাখিও সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে কীভাবে লাইমলাইটে থাকতে হয় সেটা বেশ ভালই জানেন।
সম্প্রতি ইনস্টাগ্রামে দু’টি ভিডিও শেয়ার করেছেন রাখি। বলিউডের ‘ড্রামা কুইন’-এর এ বার মন মজেছে কীসে জানেন? কন্ডোমে!
হ্যাঁ, সানি লিওন, বিপাশা বসুর পর এ বার রাখি সবন্তও কন্ডোমের বিজ্ঞাপন করতে চলেছেন। বিশ্ব এডস ডে উপলক্ষে রাখি ইনস্টাগ্রামে তেমনই ভিডিও শেয়ার করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন, এই বিজ্ঞাপন শুটিংয়ের কথা। তিনটি কন্ডোমের প্যাকেট হাতে ধরে কন্ডোমের ফ্লেভার নিয়েও তথ্য শেয়ার করেছেন অভিনেত্রী।