প্রায় দু’বছর ধরে নিজেদের স্বপ্নের বাড়ি তৈরি করেছেন রণবীর কপূর ও আলিয়া ভট্ট। দীপাবলির দিনেই গৃহপ্রবেশ করার কথা তারকাদম্পতির। নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ অনুষ্ঠানে বেশ কিছু অতিথি আপ্যায়ণ করবেন তাঁরা। কিন্তু অনুষ্ঠানের আগেই একাধিক সতর্কবার্তা দিয়েছেন ‘রণালিয়া’ জুটি।
মুম্বইয়ের পালি হিল এলাকায় রণবীর-আলিয়ার ছ’তলা বাড়ি ইতিমধ্যেই নজির গড়েছে। এর চেয়ে বেশি দামের বাড়ি নাকি দেশের আর কোনও তারকার নেই, এমনটাই জানা যাচ্ছে। এমনকি, শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’কেও ছাপিয়ে গিয়েছে রণবীর ও আলিয়ার নতুন বাসস্থান। বাড়িটির দাম এই মুহূর্তে ২৫০ কোটি টাকা বলে জানা গিয়েছে। মুম্বইয়ের বান্দ্রার পালি হিল এলাকায় এই বাড়িটি আদতে রাজ কপূর ও কৃষ্ণা রাজ কপূরের বাড়ি। আশির দশকে এটি ঋষি কপূর ও নীতু কপূরকে লিখে দিয়েছিলেন তাঁরা। সেই বাড়িই উত্তরাধিকার সূত্রে এখন রণবীর ও আলিয়ার হাতে এসেছে। বাড়ির অন্দরের ছবি তারকাদম্পতির অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছিল সমাজমাধ্যমে। তাতেই বেশ বিরক্ত হন আলিয়া। তাই নিমন্ত্রণপত্রে তারকাদম্পতি লেখেন, ‘‘দীপাবলির সময় আমরা জীবনের নতুন অধ্যায় শুরু করতে চলেছি। সকলকে অনেক ধন্যবাদ এ ভাবে আমাদের সহযোগিতা করার জন্য। আশা করছি, আগামিদিনে আমরা আমাদের পরিবারের গোপনীয়তা বজায় রাখতে সক্ষম হব। সকলকে ভালবাসা ও শুভেচ্ছা।’’