Advertisement
E-Paper

এ কী বললেন রণবীর? বাকরুদ্ধ বন্ধুরা

মুখে চকলেট নিয়ে প্রচণ্ড ঝাল লঙ্কায় কামড় দিয়ে দেখেছেন কখনও! ঠিক ভেবে উঠতে পারছেন না তো স্বাদটা কেমন হবে! জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’র একটি সাম্প্রতিকতম পর্বে ঠিক এমনটাই অবস্থা হয়েছিল সঞ্চালক কর্ণ জোহরের। ঠিক বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী করবেন!

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০১৬ ১৪:৪৯

মুখে চকলেট নিয়ে প্রচণ্ড ঝাল লঙ্কায় কামড় দিয়ে দেখেছেন কখনও! ঠিক ভেবে উঠতে পারছেন না তো স্বাদটা কেমন হবে! জনপ্রিয় টক শো ‘কফি উইথ কর্ণ’র একটি সাম্প্রতিকতম পর্বে ঠিক এমনটাই অবস্থা হয়েছিল সঞ্চালক কর্ণ জোহরের। ঠিক বুঝে উঠতে পারছিলেন না ঠিক কী করবেন! শো-এর মুখরোচক আলোচনা এমন একটা পর্যায়ে পৌঁছেছিল যে সাংঘাতিক অস্বস্তিতে তা উপভোগও করতে পারছিলেন না কর্ণ! আর এমনটা যে হবে সেটাই তো স্বাভাবিক! কারণ, ‘কফি উইথ কর্ণ’র পরবর্তী পর্ব একসঙ্গে মাতালেন বলিউডের এই প্রজন্মে তিন মহারথী রণবীর সিংহ, রণবীর কপূর আর অর্জুন কপূর।

‘কফি উইথ কর্ণ’র পঞ্চম সিজনে একের পর এক ধামাকা হয়েই চলেছে। শো-এর টিআরপি এমমিতেই বেশ ‘হাই’! তার উপর ‘র‌্যাপিড ফায়ার রাউন্ড’-এ শো-এর অতিথিরা একের পর এক যা বাউন্সার দিচ্ছেন তাতে শো-এর টিআরপি বাড়ছে তরতরিয়ে।

‘কফি উইথ কর্ণ’র যে পর্ব নিয়ে রীতিমত হৈ চৈ পড়ে গিয়েছে বি-টাউনে সেটি এখনও সম্প্রচারিত হয়নি। পর্বের ট্রেলারটি সবে মাত্র সামনে এসেছে। আর তাতেই তোলপাড় কাণ্ড।

ট্রেলারে পর্বের যেটুকু অংশ সামনে এসেছে তাতে, ‘র‌্যাপিড ফায়ার রাউন্ড’-এ একটি প্রশ্নের উত্তর দেওয়ার একটি ‘বিশেষ কায়দা’ বাতলে দেন কর্ণ নিজেই। দুই রণবীরকে কর্ণ প্রশ্ন করেন, “তোমাদের মধ্যে কি কেউ বন্ধুর প্রেমিকার সঙ্গে শুয়েছ? এর উত্তর ‘হ্যাঁ’ হলে অর্জুন কপূরের গালে চুমু খেতে হবে।” উত্তরে পাশে বসা অর্জুন কপূরের গালে সটান চুমু খান রণবীর কপূর। উত্তর আন্দাজ করে রণবীর সিংহ থ! মুখ রীতিমত ‘হা’ হয়ে যায় সঞ্চালক কর্ণ জোহরের। রণবীরের কাণ্ডতে হকচকিয়ে যান অর্জুন কপূরও! ভয়ে ভয়ে তাঁকে বলতে শোনা যায়, “কোয়ি মেরি ওয়ালি তো নহি!” এর উত্তর অবশ্য ট্রেলারে পাওয়া যায়নি! উত্তর জানা যাবে ‘কফি উইথ কর্ণ’র পরবর্তী এই পর্বে।

আরও পড়ুন...
দেড় দশক আগের ক্যাটরিনার এই বিজ্ঞাপনটি আপাতত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল

Ranbir Kapoor Shocking Confession Koffee With Karan Season 5
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy