Advertisement
E-Paper

জন্মদিনে রণবীরকে কী উপহার পাঠালেন মেসি?

ফুটবলের প্রতি রণবীরের ভালবাসার কথা তাঁর ভক্তদের অজানা নয়।নিজের ফুটবল টিমও রয়েছে আইএসএলে। এই রণবীরই আবার লিওনেল মেসির বিরাট ভক্ত। আর এই জন্মদিনেই রণবীর সারপ্রাইজ গিফট পেয়ে গেলেন খোদ মেসির কাছ থেকেই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ অক্টোবর ২০১৮ ১২:২৯
মেসির পরম ভক্ত রণবীর কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

মেসির পরম ভক্ত রণবীর কপূর। ছবি: ইনস্টাগ্রাম।

উপহার পেলেন। আলিয়ার থেকে নয়। ঋষি কপূর বা নিতু কপূর— কারও থেকেই নয়। রণবীরের প্রাণের বান্ধব মেসির কাছ থেকে।

২৮ সেপ্টেম্বরই ৩৬ বছরের হয়ে গেলেন রণবীর কপূর। আর অভিনেতার সেই জন্মদিনই অন্য বছরগুলোর থেকেও স্পেশ্যাল ছিল। কারণ তিনি যাঁর ভক্ত, এ বার উপহারটাও পেয়ে গেলেন তাঁরই কাছ থেকে।

ফুটবলের প্রতি রণবীরের ভালবাসার কথা তাঁর ভক্তদের অজানা নয়।নিজের ফুটবল টিমও রয়েছে আইএসএলে। এই রণবীরই আবার লিওনেল মেসির বিরাট ভক্ত। আর এই জন্মদিনেই রণবীর সারপ্রাইজ গিফট পেয়ে গেলেন খোদ মেসির কাছ থেকেই।

আরও পড়ুন: মেসির দুরন্ত গোল, তবু বার্সা নামল দু’নম্বরে

কিন্তু গিফটটা কী পেলেন?

নিজে সই করে রণবীরের জন্য এফসি বার্সেলোনার একটি জার্সি উপহার দিয়েছেন ফুটবলের মসিহা মেসি। সুদূর বার্সেলোনা থেকে খোদ মেসি নিজেই রণবীরকে পাঠিয়েছেন ওই জার্সি। আর ফুটবলের গুরুদেবের কাছ থেকে উপহার পেয়ে যেন প্রকৃত অর্থেই ফ্যানবয় মোমেন্ট হয়ে গিয়েছিল রণবীরের। জার্সি হাতে পেয়েই টুইটারে জার্সি পরে ছবিও শেয়ার করে দিয়েছিলেন ঋষি পুত্র।

@fcbarcelona gifted #RanbirKapoor a jersey signed by @leomessi for his birthday.

A post shared by Filmfare (@filmfare) on

এমনকি যে অংশে মেসির সই রয়েছে, সেই অংশেরও ছবি শেয়ার করেছিলেন রণবীর কপূর।

আরও পড়ুন: আলিয়ার ভিডিও কলে ঠাকুমার শেষকৃত্য দেখলেন রণবীর?

তবে এই জন্মদিনে রণবীর শুধু সারপ্রাইজই পেয়েছেন। একে তো গুরু মেসির কাছ থেকে উপহার। তার পরে আবার প্রেমিকাও তাঁর জন্য সারপ্রাইজ বার্থ ডে পার্টিরই একটা প্ল্যান করেছিলেন। তার থেকেও বড় কথা, কিছু দিন আগেই রণবীরের ছবিও বিরাট হিট হয়েছে। বক্স অফিসে সফল তো বটেই। এমনকি রণবীরের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ ফিল্ম সমালোচকরাও।

(রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।)

Ranbir Kapoor Lionel Messi Birthday Gift Bollywood Celebrities FC Barcelona রণবীর কপূর লিওনেল মেসি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy