রাত পোহালেই মুক্তি পাচ্ছে বহু প্রতীক্ষিত ছবি ‘জগ্গা জসুস’। প্রায় চার বছর ধরে ছবিটি তৈরি করেছেন পরিচালক অনুরাগ বসু। মুক্তির আগেই দর্শকদের মনে জায়গা করে নিল এই ছবিক গান ‘খানা খাকে চলে গ্যায়ে’…। অমিতাভ ভট্টাচার্যের লেখা গানে সুর দিয়েছেন প্রীতম। ব্যক্তিগত জীবনে ব্রেকআপের পর এই ছবিতেই প্রথম দেখা যাবে রণবীর কপূর ও ক্যাটরিনা কইফের অনস্ক্রিন কেমিস্ট্রি।
আরও পড়ুন, রণবীরের সঙ্গে ব্রেকআপ নিয়ে মুখ খুললেন ক্যাটরিনা
এর আগে ‘রাজনীতি’ এবং ‘আজব প্রেম কি গজাব কহানি’ ছবিতে দেখা গিয়েছিল এই জুটিকে। কিন্তু সাত বছরের সম্পর্ক ভেঙে যাওয়ার পর ‘জগ্গা জসুস’ই তাঁদের প্রথম ছবি। ক্যাটরিনার কথায়, ‘‘রণবীর এমন একজন মানুষ যার সিনেমা থেকে কখনও ফোকাস নষ্ট হয় না। খুবই দায়িত্ববান।’’ ট্রেলার দেখে দর্শক ইতিমধ্যেই যতটা সাড়া দিয়েছেন তা দেখে আশাবাদী নায়িকা।