করিনা কপূরের সঙ্গে ডেটে যাওয়ার আগে বন্ধু রানি মুখোপাধ্যায়ের পরামর্শ চেয়েছিলেন সেফ আলি খান। জবাবে রানি তাঁকে যা বলেছিলেন, তা আজও করিনার সঙ্গে সংসার করার ক্ষেত্রে কাজে লাগছে সেফ-এর, স্বীকার করেছেন অভিনেতা।
সেফ জানিয়েছেন, করিনার সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তিনি চিন্তায় ছিলেন। কারণ করিনা তখন বলিউডে দাপিয়ে অভিনয় করছেন। ব্যস্ততম অভিনেত্রী। এমন ব্যস্ত অভিনেত্রীকে আগে কখনও ডেট করেননি সেফ। সম্পর্ক যদি এগোয়, তবে ভবিষ্যতে কোনও সমস্যা হবে কি না সেব্যাপারেই ভয় পেয়েছিলেন তিনি।
সেফকে সিদ্ধান্ত নিতে সাহায্য করেন রানি। সেফের কথায়, ‘‘ও বলেছিল, ‘সবসময় ভাববে তোমার সম্পর্ক একজন পুরুষের সঙ্গে’। আসলে করিনাকে আমার সমকক্ষ ভাবতে বলেছিল রানি।’’ ব্যখ্যা করেছেন সেফ।