হঠাৎ করেই দু’জনের পিডিএ বেড়ে গিয়েছে। সামনে বিয়ে বলেই কি? দীপিকা পাড়ুকোন আর রণবীর সিংহ বিয়ে করতে চলেছেন, এমন গুঞ্জন অনেক দিনই। পাত্র-পাত্রীর কেউই স্পষ্ট করে কিছু বলছিলেন না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় দু’জনের গতিবিধি দেখলে বোঝা যাচ্ছে, গুঞ্জন সত্যি।
বলিউডের অন্দরের খবর, আগামী ২০ নভেম্বর বিয়ে করতে চলেছেন ‘দীপবীর’। এই নামেই এখন দীপিকা আর রণবীর পরিচিত। বিরাট-অনুষ্কার মতো তাঁরাও ইতালিকেই ওয়েডিং ডেস্টিনেশন বেছে নিয়েছেন। ইতালির লেক কোমোতে আয়োজিত হবে বিবাহবাসর। অনেকেই যুগলকে আগাম শুভেচ্ছা জানাতে শুরু করে দিয়েছেন। কবীর বেদী যেমন টুইট করে দু’জনকেই উইশ করেছেন।
শোনা যাচ্ছে, ৩০ জন অতিথি এই বিয়েতে নিমন্ত্রিত। বিয়ে সেরে ভারতে ফিরে রাজকীয় রিসেপশন দেবেন তাঁরা। এখন মিডিয়ার নজর নিমন্ত্রিতের তালিকায় কারা কারা থাকবেন,তা নিয়ে। দু’জনের প্রাক্তনদের কি দেখা যাবে সেই তালিকায়?